Saturday, May 30, 2020

জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট শ্রী অমিতাভ মজুমদার (Shri Amitabha Majumdar) এর মৃত্যু ও Nationalist Trinamul Congress Party #NTCP এর ব্যাপারে কিছু কথা ও শ্রদধাঞ্জলি।

গতকাল ২৯শে মে'২০২০ সকালে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট শ্রী অমিতাভ মজুমদার মারা গেলেন। তৃণমূল ভেঙে বেরিয়ে আসা Nationalist  Trinamul Congress Party এর সভাপতি ছিলেন। 
পেশায় চার্টার্ড একাউন্টেন্ট, নেশায় রাজনীতি।
এক বর্ণময় চরিত্র। চূড়ান্ত আড্ডাবাজ, বিভিন্ন ঐতিহাসিক রাজনৈতিক নাট্যমুহূর্তের সাক্ষী এবং দিলদার মানুষ।
ওঁনার আত্মার শান্তি কামনা করি।


সত্যিই ভাবতে কষ্ট হচ্ছে যে আমিতাভদা নেই।
আমাদের তো প্রায় রোজই কথা হত। লক ডাউন এর পরের প্ল্যান করতাম।

রাজনীতির অনেক ভেতরের কথা উনি জানতেন।
তবে উনি অনেক কিছুই বলে গেছেন!!!
আজ এই আলোচনার সময় নয়। তবে অপেক্ষা করুন, অনেক কিছুই অস্ত্র #NTCP এর কাছে আছে।
ওনার অনেক স্বপ্ন ছিল দলটা নিয়ে, এখন দেখা যাক।


সময়ই উত্তর দেবে, তবে হ্যাঁ এই দলের কাউকে অম্বরিশ বা সন্ময় বাবু করতে চাইলে সময়ের আগেই হয়ত সবাই উত্তর পেয়ে যাবেন।
তথ্য প্রমাণ সুরক্ষিতই আছে।


আর আমাদের দলের ব্লগে দেওয়ার জন্য আমি আর দাদা মিলে একটি লেখা তৈরি করছিলাম ~ করোনা তে রাজ্য ও কেন্দ্রের ব্যর্থতা নিয়ে।
এটা নিয়ে ২০তারিখ সকালেও কথা হল।
তারপর আমফান এর পর ফোনে যোগাযোগ হচ্ছিল না।

গত বুধবার জানতে পারলাম উনি বার্ধক্য জনিত সমস্যায় গত সোমবার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি, তারপর কিডনি বিকল ও তারপর ভেন্টিলেটর এ।তারপর গতকাল তো অবস্থার আরো অবনতি। আজ (২৯/৫) সকালে এই সংবাদ, সকাল ৬.২০ ঘটিকায় উনি মর্ত্য লোকের মায়া কাটিয়ে স্বর্গলোকের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

আমাদের প্রেসিডেন্ট শ্রী অমিতাভ মজুমদার মারা যাওয়াটা খুবই বেদনাদায়ক ঘটনা।
ভাবতেই পারছি না যে দাদা নেই।
দলটা নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল। এই লকডাউন না হলে এর মধ্যে অনেক কিছুই করতাম আমরা।
কিন্তু এখন রাজনৈতিক অভিবাবক হীন মনে হচ্ছে আমার। বিশাল শুন্যতা....
তবে আমরা শপথ নিয়েছি যে ওনার অসম্পূর্ণ স্বপ্ন আমরা সত্যি করে দেখাব।

সকলে মিলে #NTCP কে আরো উচ্চ স্থানে নিয়ে যাব।
সকলের সহযোগীতা কাম্য। 🙏🙏
আমাদের তরফ থেকে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে।




~ স্বরূপ চট্টোপধ্যায় ও #TeamNTCP
~
Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.

No comments:

Post a Comment

Some recent posts

ভগবান রামচন্দ্র (রঘুবীর) ও ঠাকুর শ্রী রামকষ্ণ পরমহংস দেব, আর বর্তমানের সেক্যুলার (আসলে সিক কুলার) গণ।

শ্রীরামকৃষ্ণের কুলদেবতা ছিলেন ৺রঘুবীর। তিনি নিজে  দেবতার কবচ পরতেন, তাঁর পার্থিব শরীর পঞ্চভূতে লয় হওয়ার পরবর্তী সময়ে শ্রীমা সেই পবিত্র কব...