Friday, April 9, 2021

পশ্চিমবঙ্গের মুসলিম জনগন ও তৃণমূলের তোষণের ফল

আসলে গত ১০ বছর ধরে তৃণমূলের লোক দেখানো সংখ্যালঘু তোষণ ও কিছু পাইয়ে দেওয়ার রাজনীতির ফলে বাংলার অধিকাংশ মুসলিমরা নিজেরাই নিজেদের অজান্তে নিজেদের গরু বলে মেনে নিয়েছে আর কিছু অতিরিক্ত সুবিধা (বিনা হেলমেট এ বাইক চরা.. দোষ করলেও পুলিশ ডায়েরি না নেওয়া... পুলিশকে লাথি মেরে তার পুরস্কার পাওয়া) ভোগ করে নিজেদেরই ক্ষতি করেছে।
এইসব এ মুসলিম সমাজের উন্নতি তো হয়ই নি উল্টে হিন্দুরা ক্ষেপে গেছে।

মুসলিমদের আর্থিক, সামাজিক, শিক্ষাগত ইত্যাদি ক্ষেত্রে গত ১০ বছরে কিছুই উন্নতি হয়নি।
কিন্তু কিছু মুসলিম বিশেষত উর্দুভাষীরা নিজেদের কর্ম দিয়ে রোজগার না করে অনুদান, ধর্মীয় জলসা, ওয়াকফ বোর্ড ইত্যাদি বা দাদাগিরি করে রোজগার করতে অভ্যস্ত হয়ে পড়েছে।

ভারতবর্ষে সব ধর্মের সমান অধিকার থাকা উচিত, পুলিশকে লাথি মারলে সবার জন্য একই শাস্তি থাকা উচিত।
কারো জন্য পুলিশের লাঠি আর কারো জন্য লাথিশ্রী পুরস্কারের রেশন অনেককেই খেপিয়ে তুলেছে।।


একটা কথা তো মানতেই হবে যে ধর্মের ভিক্তীতে তে দেশ ভাগ হয়েছিল আর বাংলার ২/৩ ভাগ এখন বাংলাদেশ এর অন্তর্ভুক্ত।
তাই বলি তাহলে পশ্চিমবঙ্গেও মুসলিমরা বিশেষ সুবিধা পাবে কেন??
আইন সবার জন্য এক নয় কেন??

এতে ক্ষতি মুসলিম সমাজেরই হয়েছে।
এইসব এর জন্যেই সমস্ত মুসলিম ভোট আর তৃণমূলের সঙ্গে নেই।
তাই আমি আবারও বলি মাননীয়া...  #আপনি_হিন্দুদেরকেও_ঠকিয়েছেন #আপনি_মুসলিমদেরকেও_ঠকিয়েছেন।।
আরো জানতে ক্লিক করুন।

https://mamatimanushofwb.blogspot.com/2021/01/blog-post.html?m=1


 Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.

No comments:

Post a Comment

Some recent posts

ভগবান রামচন্দ্র (রঘুবীর) ও ঠাকুর শ্রী রামকষ্ণ পরমহংস দেব, আর বর্তমানের সেক্যুলার (আসলে সিক কুলার) গণ।

শ্রীরামকৃষ্ণের কুলদেবতা ছিলেন ৺রঘুবীর। তিনি নিজে  দেবতার কবচ পরতেন, তাঁর পার্থিব শরীর পঞ্চভূতে লয় হওয়ার পরবর্তী সময়ে শ্রীমা সেই পবিত্র কব...