ভারতমাতা কি জয়
স্বরূপ চট্টোপাধ্যায়
রে রে রে রে চারিদিকে শুধু চিৎকার,
জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী।
ওরে ভক্তরা ভালো করে চেয়ে দেখ,
কোন ঘর কোন বাস বা কোন মন্দির, আছে কি খালি??
জয় শ্রীরাম ভারতমাতা কি জয়,
আরে দেখ সেকুলারদের করছে ভয়।
ভক্তদের চাই শুধু একটি মেয়ে
হোক না সে শিশু, বালিকা, কিশোরী, যুবতী বা বৃদ্ধা;
হোক না সে কারোর চোখের মনি,
ভক্তদের চাই শুধু একটি যোনি ।।
মেয়েদের শরীরের রক্তের এই দাগ,
পারবে তো ভক্তরা ভগবানের থেকে লুকোতে?
শিশু বালিকা বা যুবতী দের কবরে বসে,
পারবে কি ভক্তরা তোমাদের স্বর্গে পৌছতে??
প্রতিবাদ করলেই হয়ত বা জেলেই খুন;
কাশ্মীরের কাঠুয়া, গুজরাতের সুরাত বা ইউপির উন্নাও,
করছে ভয়, অথচ দেখছি টিভীতে বিজ্ঞ্যাপন
বেটি বাচাও বেটি পড়াও, কন্যা বাচাও……..
উন্নাওএর কন্যা সুরাতের বালিকা বা জম্মুর আসিফা..
কে যেন বলেছিল, সব আসিফাই আমার দুর্গা।
কিন্তু ভক্তরা যে দিয়েছে বিধান,
নো দুর্গা নো কালী কেবল জয় শ্রীরাম আর বজরঙ্গবলী।।
------------------------------------------------------------------------------------------------
Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post.
Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.
খুব সুন্দর প্রতিবাদী কবিতা উপস্থাপনা।👍
ReplyDeleteখুব সুন্দর প্রতিবাদী কবিতা উপস্থাপনা।👍
ReplyDeleteকবিতাটি দারুন, একেবারে সমসাময়িক। বর্তমান সমাজ চিত্রটি তুলে ধরেছে।
ReplyDeleteDada I like your thought process.
ReplyDeleteLet us condemn all the rapes be it in BJP OR congress.
নিশ্চই আমি দলমত নির্বিশেষে সব রকম শ্লীলতহানির আর ধর্ষনের প্রতিবাদ করি
ReplyDelete