Monday, August 5, 2019

এটা কি ৯১৩৭০৯১৩৭০? চাকরীটা আমি পাইনি, দিদি শুনছো? (Collected from WhatsApp)

চাকরীটা আমি পাইনি, দিদি শুনছো?
এখন আর কেউ পাত্তা দেবে না 
স্বপ্নটাকে এইবার আমি ভেস্তে দিতে পারি 
মা কে বলে দেবো, খেতে দিতে পারবো না 

এটা কি ৯১৩৭০৯১৩৭০?
দিদিমনি তুমি পারছো কি শুনতে?
বছর আটেক অপেক্ষাতে তবেই তোমায় ধরেছি 
দেবো না আর কিছুতেই পালাতে 

হ্যালো ৯১৩৭০৯১৩৭০
দিন না ডেকে দিদিকে একটি বার 
বয়স যাচ্ছে বেড়ে, জীবনের জাঁতাকলে 
জরুরী খুব জরুরী দরকার 

স্বপ্ন এবার ভেস্তে যাবে, দিদি সত্যি? 
এতোদিন ধরে এতো অপেক্ষা
দুলক্ষের ভাষন শুনে, ঝান্ডাটাকে কাঁথে নিয়ে 
রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা 

আর কিছুদিন, তারপর দিদি শাস্তি
আমার ওই ছ্যাতলা পরা ঘর 
সাদা কালো এই জঞ্জালে ভরা, তোমার মিথ্যে কথার শহরে 
খান খান হবে আমাদের সংসার

এটা কি ৯১৩৭০৯১৩৭০?
দিদিমনি তুমি পারছো কি শুনতে?
বছর আটেক অপেক্ষাতে তবেই তোমায় ধরেছি 
দেবো না আর কিছুতেই পালাতে 

হ্যালো ৯১৩৭০৯১৩৭০
দিন না ডেকে দিদিকে একটি বার 
বয়স যাচ্ছে বেড়ে, জীবনের জাঁতাকলে 
জরুরী খুব জরুরী দরকার 

চুপ করে কেন, একি দিদি তুমি হাঁসছো?
চাকরীটা আমি পাইনি সত্যি
তোমার ঝান্ডা ধরে মিছিলে হাঁটার সময় গেছে পেরিয়ে 
হ্যালো, দিদি শুনতে পাচ্ছো কি? 

এটা কি ৯১৩৭০৯১৩৭০?
দিদিমনি তুমি পারছো কি শুনতে?
বছর আটেক অপেক্ষাতে তবেই তোমায় ধরেছি 
দেবো না আর কিছুতেই পালাতে 

হ্যালো ৯১৩৭০৯১৩৭০
দিন না ডেকে দিদিকে একটি বার 
বয়স যাচ্ছে বেড়ে, জীবনের জাতাকলে 
জরুরী খুব জরুরী দরকার 

হ্যালো ৯১৩৭০৯১৩৭০
৯১৩৭০৯১৩৭০
হ্যালো 
৯১৩৭০৯১৩৭০

প্রিয় গায়ক মাননীয় শ্রদ্ধেয় অঞ্জন দত্ত, 
পারলে ক্ষমা করে দেবেন
আসলে এটাই এখন এই সোনার বাংলার বেকার যুবকের জীবন যন্ত্রনার কথা
©Opied


Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post.

Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.

No comments:

Post a Comment

Some recent posts

ভগবান রামচন্দ্র (রঘুবীর) ও ঠাকুর শ্রী রামকষ্ণ পরমহংস দেব, আর বর্তমানের সেক্যুলার (আসলে সিক কুলার) গণ।

শ্রীরামকৃষ্ণের কুলদেবতা ছিলেন ৺রঘুবীর। তিনি নিজে  দেবতার কবচ পরতেন, তাঁর পার্থিব শরীর পঞ্চভূতে লয় হওয়ার পরবর্তী সময়ে শ্রীমা সেই পবিত্র কব...