Tuesday, July 30, 2019

বিকল্পের পথে আগামীর পথ চলা শুরু হল। জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস পার্টির যাত্রা শুরু, চিরাচরিত স্রোতের বিপক্ষে। #NTCP Nationalist Trinamul Congress started their journey against the conventional Politics of money, muscle & Police power from 31st July 2019.

ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি হলো একটি সম্পূর্ণ নতুন ভাবনা, নতুন দল।

কলিকাতা প্রেস ক্লাবে ৩১ শে জুলাই এই দলের আত্মপ্রকাশ ঘটেছে।

চিরাচরিত স্রোতের বিপরীতে গিয়ে শ্রী অমিতাভ মজুমদার গঠন করেছেন।

ওনার সঙ্গে স্বরূপ চট্টোপাধ্যায়, তন্ময় মাশ্চারাক, কাঞ্চন মৈত্র, মিতা চ্যাটার্জী এবং আরো কিছু সৎ ও সমাজসবক মানসিকতা সম্পন্ন রাজনীতিবিদ ও বুদ্ধিজবীগণ আছেন ও পরামর্শ দাতা হিসেবে শ্রী সুপর্ন মৈত্র ও শ্রীমতী বৈশাখী বন্দোপাধ্যায় রয়েছেন।



এই দলের মূল উদ্দেশ্য ও দাবীগুলি হলো:

১) আজ রাজনীতির আঙ্গিনায় অত্যন্ত প্রয়োজন "শিষ্টাচার -- সৌজন্যবোধ -- সহিষ্ণুতা"।

ওনাদের আবেদন:

বাংলায় ফিরে আসুক গণতান্ত্রিক পরিবেশ ও শিষ্টাচার, সৌজন্য, বন্ধ হোক খুনোখুনি।
https://youtu.be/5L_3QSigsh0


২) বাংলায় ফিরে আসুক গণতান্ত্রিক পরিবেশ, আওয়াজ উঠুক স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে।

৩) চাই আইনের শাসন, পুলিশি শাসন প্রয়োগের লাগাতার প্রতিবাদ চাই। রাজ্যবাসীর মানবধিকার রক্ষা করতে হবে।

৪) কর্মসংস্থান এর রূপরেখা ও বিগত ৮ বছরের কর্মসংস্থান শিল্পের প্রসারে এ রাজ্য সরকারের দাবির সত্যাসত্য প্রমাণ করতে শ্বেতপত্র প্রকাশ এর দাবি করছি।
Logistics hub কোনো শিল্প নয়।

৫) রাজ্যে মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদির সর্বস্তরে সমোবন্টন করতে হবে এবং সেটা কাটমানি ছাড়া।

৬) ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মীয় "তোষণ ও শোষণ" এবং তার সাথে ধর্মীয় উন্মাদনার নিন্দা করছি।

৭) অবৈধ কয়লা পাচার, গরু পাচার এবং বালি খাদান এর বিরুদ্ধে আন্দোলন এবং প্রয়োজনে আইনী লড়াই করা হবে।

৮) অবৈধ নির্মাণ, জলাভূমি ভরাট ও প্রোমোটার দের জুলুম বন্ধ করতে হবে।
এলাকার কাউন্সিলর দের *প্রোমোটার -- ইন -- চার্জ* ও তোলাবাজ হাওয়া বন্ধ করতে হবে।
শুধুমাত্র কাট মানি এর জন্য উন্নয়নের নামে একই রাস্তা বারবার খুড়ে জনগণের অসুবিধা বন্ধ করতে হবে।

৯) রাজনৈতিক হিংসা ও খুনোখুনি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

১০) কাটমানি, ব্ল্যাকমানি ও চিটফান্ড মানি ফেরত চাই।

চিটফান্ড এর বেশিরভাগ অর্থ সরিয়ে দেওয়া হয়েছে বা নেতা নেত্রী দের পকেটে গেছে কিন্ত অধিকাংশ ক্ষেত্রে এজেন্ট দের সম্পত্তি বিক্রী করে তা মেটাতে হোয়েছে বা তাদের তাদের আত্মহত্যা করতে হয়ছে যার প্রতিকার চাই।

১১) ব্যালট নয় EVM এ চলুক, কিন্তু VVPAT গণনা বাড়ানো হোক।
ব্যালট পেপার হলে ছাপ্পা ভোট বৃদ্ধি পাবে।

১২) কলেজের ভর্তিতে তোলাবাজি বন্ধ হোক, ও ভর্তি centralized online এর মাধ্যমে হোক।

১৩) ছাত্র শূন্য বিদ্যাল়গুলোর শিক্ষক শিক্ষিকা দের যেখানে প্রয়োজন সেখানে পাঠানো হোক।

১৪) শিক্ষক নিগ্রহ অবিলম্বে বন্ধ করতে হবে।

১৫) বিভিন্ন সরকারী প্রকল্পের ১০০ শতাংশ লাভ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছক, একই ভাবে কৃষক দের ন্যাযযমূল্য প্রান্তিক চাষী র কাছে পৌঁছোক।

১৬) বিগত ৮ বছরে পশ্চিমবঙ্গে মদের দোকান ও বার এর লাইসেন্স কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কিসের বিনিময়ে তা দেওয়া হয়েছে, জানতে চাই।

১৭) পরিকল্পনা অনুযায়ী satellite township গড়ে তুলতে হবে।
Unplanned growth of township and cities বন্ধ করতে হবে।

১৮) শিল্প, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে তোলাবাজি বন্ধ করতে হবে। এর জন্য বাংলায় বড় শিল্প আসছে না।

১৯) ৩টাকা ২০ পয়সা হারে বিদ্যুৎ কিনে শুধুমাত্র distribution করে তা ৯টাকা ৫০ পয়সা প্রতি ইউনিট বিক্রি করা বন্ধ করতে হবে।

২০) জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে।

জনগণের উদ্দশ্যে এই দলের বার্তা:
সুস্থ্ থাকুন, ভালো থাকুন ও নিরাপদে থাকুন।
যারা তোলাবাজি ও জুলুমবাজী করছে আমাদের জানান, আমরা আমাদের লিগ্যাল সেল ও মানবাধিকার সেল এর মাধ্যমে ব্যবস্থা নেব।

Plz see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post.
 Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.

1 comment:

  1. It is in point of fact a gгeat and useful piece of informatiοn. I'm satisfied that you shared this
    helpfrul info with us. Please stay us up too dаte like this.

    Thank you for sharing.

    ReplyDelete

Some recent posts

ভগবান রামচন্দ্র (রঘুবীর) ও ঠাকুর শ্রী রামকষ্ণ পরমহংস দেব, আর বর্তমানের সেক্যুলার (আসলে সিক কুলার) গণ।

শ্রীরামকৃষ্ণের কুলদেবতা ছিলেন ৺রঘুবীর। তিনি নিজে  দেবতার কবচ পরতেন, তাঁর পার্থিব শরীর পঞ্চভূতে লয় হওয়ার পরবর্তী সময়ে শ্রীমা সেই পবিত্র কব...