পুলওয়ামা ঘটনার পর থেকে সবাই বলেছিল, কাশ্মীরে আর্টিকেল ৩৭০ এবং আর্টিকেল ৩৫A কে তুলে দেওয়া হোক। আজ এই এই পোস্টে বিস্তারিত ব্যাখ্যা করবো, আর্টিকেল 370 এবং আর্টিকেল 35A এর ব্যাপারে ; আলোচনা করবো, জহরলাল নেহেরুর একটা ভুল কী ভাবে দেশকে ৭০ বছর ধরে রাজনৈতিক অস্থিরতায় ফেলে দিয়েছে....
কাশ্মীরের আজ যে এই অবস্থা তার জন্য প্রধান কারন, আর্টিকেল 370 এবং আর্টিকেল 35A. কাশ্মীরকে এই বিশেষ রাজ্যের তকমা দিয়েছে আমাদের সংবিধান। ১৪ই মে ১৯৫৪ তে তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদ আর্টিকেল 35A কে যুক্ত করে সংবিধানে। আর্টিকেল 35A আর্টিকেল 370 এর একটি অংশ। সংবিধানে কোন অনুচ্ছেদ যুক্ত করতে হলে সংসদ দের দ্বারা সংশোধনের মাধ্যমে যুক্ত করতে হয় কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর সরকার এই প্রস্তাব সংসদের সামনে রাখেই নি, সোজা রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দেয়। রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদ প্রেসিডেন্সিয়াল অর্ডার এর মাধ্যমে একে সংবিধানে যুক্ত করে।
অর্থাৎ লুকিয়ে কার্যসিদ্ধি করেছিল নেহেরুচাচা!
*ARTICLE 35A*
আর্টিকেল ৩৫ অনুযায়ী ভারতের কোন নাগরিক জম্মু কাশ্মীরে সম্পত্তি কিনতে পারবে না, বাড়ি তৈরি করতে পারবে না কিন্তু কাশ্মীরের নাগরিকরা ভারতের যে কোন রাজ্যে জায়গা কিনতে পারবে। আর্টিকেল 35A অনুযায়ী জম্মু কাশ্মীরে জন্ম হলে তবেই কাশ্মীরের স্থায়ী নাগরিকত্ব পাওয়া যাবে। তবে তার জন্য নিয়ম আছে। ১৯৫৪ সালে ১৪ ই মে এর ১০ বছর আগে থেকে সেই রাজ্যে বাস করছে এমন লোকই কাশ্মীরের স্থায়ী নাগরিক।
১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তান থেকে এসে প্রায় ৫৭৬৪ পরিবার এখানে আশ্রয় নেয় যার ৮৫% হিন্দু ও শিখ। কিন্তু আর্টিকেল 35A অনুযায়ী তাদের সন্তানরা আজও কাশ্মীরে সরকারি চাকরি করতে পারে না। কারন আর্টিকেল 35A অনুযায়ী তারা কাশ্মীরের বাসিন্দাই নয়। কোন সরকারি সুবিধা তারা পায় না। তারা লোকসভা ভোটে ভোট দিতে পারে কিন্তু পঞ্চায়েত ভোটে অংশ নিতে পারে না।
কী বুঝছেন, আপনার-আমার মাতৃভূমিকে আপনার আমাদের অজান্তেই বেচে দিয়েছিল একটা পরিবার - slogan কী ছিল জানেন না??? হাহাহাহা ~ Secularism (ধর্মনিরপেক্ষতা)
আর্টিকেল 35A অনুযায়ী জম্মু কাশ্মীরের কোন মেয়ে যদি ভারতের অন্য রাজ্যের কোন ছেলে কে বিয়ে করে, তাহলে তার কাশ্মীরের নাগরিক হিসাবে সমস্ত বিশেষ অধিকার থাকবে না।
কি রক্ত গরম হয়ে গেছে তো সত্যিটা শুনে ~ But please আমরা হিন্দুরা তো মানবতার ঠেকা নিয়ে বসে আছি তাই চিৎকার করে বলুন - "মোরা এক মুরগী ডিমের দুটি কুসুম..........."
*ARTICLE 370*
আর্টিকেল 370 অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই কাশ্মীরের সংবিধান কে বরখাস্ত করার। আর্টিকেল 370 অনুযায়ী জম্মু-কাশ্মীরের জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকার থেকে আলাদা এবং এখানে আর্টিকেল 370 অনুযায়ী ভারতের জাতীয় পতাকাকে 🇮🇳 অপমান করা কোন অপরাধ নয়!
কি হল বলুন ~ "জয় Secularism এর জয়" 😂
আর্টিকেল 370 অনুযায়ী জম্মু কাশ্মীরে IPC (Indian pinal code) কাজ করে না, এখানে RPC (Ranbir pinal code) অনুযায়ী সমস্ত কাজ হয়। ভারতের সমস্ত রাজ্যে বিধানসভার মেয়াদ পাঁচ বছর কিন্তু কাশ্মীরের বিধানসভার মেয়াদ ছয় বছর। আর্টিকেল 370 অনুযায়ী কাশ্মীরের লোকেদের দ্বি-নাগরিকত্ব রয়েছে একটি ভারতের এবং আরেকটি কাশ্মীরের। আর্টিকেল 370 অনুযায়ী এখানে হিন্দু ও শিখরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও কোন সংরক্ষণ ও সুবিধা পায় না!
ওয়াও-just ফাটাফাটি concept boss 😂
জহরলাল নেহেরু ও শেখ আবদুল্লার এই আর্টিকেল 370 ও আর্টিকেল 35A প্রবর্তন এর তীব্র বিরোধিতা করেছিলেন বাঙালী বীর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং জোর করে কাশ্মীরে প্রবেশ করেছিলেন ~ মুখে আসমূদ্রহিমাচল ভারতের জন্য সেই অমর দাবী নিয়ে.... "এক নিশান, এক বিধান, এক প্রধান"।
তখন নিয়ম ছিল ভারত সরকারের পারমিট ছাড়া কাশ্মীরে প্রবেশ করা যাবে না। ২০ জুন ১৯৫৩ তে শ্রীনগরের রহস্যময় ভাবে তাঁর মৃত্যু হয়। বর্তমানে আর্টিকেল 35A বন্ধ করার বিষয়টি সুপ্রিম কোর্টে রয়েছে। আর্টিকেল 35A কে বন্ধ করলেই ধারা 370 এর ক্ষমতা ৭০% কমে যাবে.....
সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে আর্টিকেল 370 কে উঠিয়ে দেওয়া হোক কিন্তু সবাই জানেন না এর পদ্ধতি কি? সংবিধানের ধারা 368 এর 20 তম অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যসভা বা লোকসভার যে কোন জায়গায় এই প্রস্তাব রাখা যেতে পারে সেক্ষেত্রে মোট সংসদের তিনভাগের দুই ভাগের সমর্থন লাগবে ~ কিন্তু সেটা যেমন সহজ নয় তেমনই আজকের দিনে মোদি-অমিত শাহ'এর জমানায় অসম্ভবও নয়.....
জহরলাল নেহেরুর এই ভুলের খেসারত আজও ভারতবাসীকে দিতে হচ্ছে।
পুনশ্চঃ নিশ্চিতভাবেই আপনার-আমার মাতৃভূমিকে আপনার-আমার অজান্তেই গদির লোভে বেচে দিয়েছিল একটি ভন্ড পরিবার!
কৃতজ্ঞতা স্বীকারঃ
মিহির মন্ডল, আইন বিভাগ, কল্যানী বিশ্ববিদ্যালয়।
Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.
কাশ্মীরের আজ যে এই অবস্থা তার জন্য প্রধান কারন, আর্টিকেল 370 এবং আর্টিকেল 35A. কাশ্মীরকে এই বিশেষ রাজ্যের তকমা দিয়েছে আমাদের সংবিধান। ১৪ই মে ১৯৫৪ তে তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদ আর্টিকেল 35A কে যুক্ত করে সংবিধানে। আর্টিকেল 35A আর্টিকেল 370 এর একটি অংশ। সংবিধানে কোন অনুচ্ছেদ যুক্ত করতে হলে সংসদ দের দ্বারা সংশোধনের মাধ্যমে যুক্ত করতে হয় কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর সরকার এই প্রস্তাব সংসদের সামনে রাখেই নি, সোজা রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দেয়। রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদ প্রেসিডেন্সিয়াল অর্ডার এর মাধ্যমে একে সংবিধানে যুক্ত করে।
অর্থাৎ লুকিয়ে কার্যসিদ্ধি করেছিল নেহেরুচাচা!
*ARTICLE 35A*
আর্টিকেল ৩৫ অনুযায়ী ভারতের কোন নাগরিক জম্মু কাশ্মীরে সম্পত্তি কিনতে পারবে না, বাড়ি তৈরি করতে পারবে না কিন্তু কাশ্মীরের নাগরিকরা ভারতের যে কোন রাজ্যে জায়গা কিনতে পারবে। আর্টিকেল 35A অনুযায়ী জম্মু কাশ্মীরে জন্ম হলে তবেই কাশ্মীরের স্থায়ী নাগরিকত্ব পাওয়া যাবে। তবে তার জন্য নিয়ম আছে। ১৯৫৪ সালে ১৪ ই মে এর ১০ বছর আগে থেকে সেই রাজ্যে বাস করছে এমন লোকই কাশ্মীরের স্থায়ী নাগরিক।
১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তান থেকে এসে প্রায় ৫৭৬৪ পরিবার এখানে আশ্রয় নেয় যার ৮৫% হিন্দু ও শিখ। কিন্তু আর্টিকেল 35A অনুযায়ী তাদের সন্তানরা আজও কাশ্মীরে সরকারি চাকরি করতে পারে না। কারন আর্টিকেল 35A অনুযায়ী তারা কাশ্মীরের বাসিন্দাই নয়। কোন সরকারি সুবিধা তারা পায় না। তারা লোকসভা ভোটে ভোট দিতে পারে কিন্তু পঞ্চায়েত ভোটে অংশ নিতে পারে না।
কী বুঝছেন, আপনার-আমার মাতৃভূমিকে আপনার আমাদের অজান্তেই বেচে দিয়েছিল একটা পরিবার - slogan কী ছিল জানেন না??? হাহাহাহা ~ Secularism (ধর্মনিরপেক্ষতা)
আর্টিকেল 35A অনুযায়ী জম্মু কাশ্মীরের কোন মেয়ে যদি ভারতের অন্য রাজ্যের কোন ছেলে কে বিয়ে করে, তাহলে তার কাশ্মীরের নাগরিক হিসাবে সমস্ত বিশেষ অধিকার থাকবে না।
কি রক্ত গরম হয়ে গেছে তো সত্যিটা শুনে ~ But please আমরা হিন্দুরা তো মানবতার ঠেকা নিয়ে বসে আছি তাই চিৎকার করে বলুন - "মোরা এক মুরগী ডিমের দুটি কুসুম..........."
*ARTICLE 370*
আর্টিকেল 370 অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই কাশ্মীরের সংবিধান কে বরখাস্ত করার। আর্টিকেল 370 অনুযায়ী জম্মু-কাশ্মীরের জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকার থেকে আলাদা এবং এখানে আর্টিকেল 370 অনুযায়ী ভারতের জাতীয় পতাকাকে 🇮🇳 অপমান করা কোন অপরাধ নয়!
কি হল বলুন ~ "জয় Secularism এর জয়" 😂
আর্টিকেল 370 অনুযায়ী জম্মু কাশ্মীরে IPC (Indian pinal code) কাজ করে না, এখানে RPC (Ranbir pinal code) অনুযায়ী সমস্ত কাজ হয়। ভারতের সমস্ত রাজ্যে বিধানসভার মেয়াদ পাঁচ বছর কিন্তু কাশ্মীরের বিধানসভার মেয়াদ ছয় বছর। আর্টিকেল 370 অনুযায়ী কাশ্মীরের লোকেদের দ্বি-নাগরিকত্ব রয়েছে একটি ভারতের এবং আরেকটি কাশ্মীরের। আর্টিকেল 370 অনুযায়ী এখানে হিন্দু ও শিখরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও কোন সংরক্ষণ ও সুবিধা পায় না!
ওয়াও-just ফাটাফাটি concept boss 😂
জহরলাল নেহেরু ও শেখ আবদুল্লার এই আর্টিকেল 370 ও আর্টিকেল 35A প্রবর্তন এর তীব্র বিরোধিতা করেছিলেন বাঙালী বীর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং জোর করে কাশ্মীরে প্রবেশ করেছিলেন ~ মুখে আসমূদ্রহিমাচল ভারতের জন্য সেই অমর দাবী নিয়ে.... "এক নিশান, এক বিধান, এক প্রধান"।
তখন নিয়ম ছিল ভারত সরকারের পারমিট ছাড়া কাশ্মীরে প্রবেশ করা যাবে না। ২০ জুন ১৯৫৩ তে শ্রীনগরের রহস্যময় ভাবে তাঁর মৃত্যু হয়। বর্তমানে আর্টিকেল 35A বন্ধ করার বিষয়টি সুপ্রিম কোর্টে রয়েছে। আর্টিকেল 35A কে বন্ধ করলেই ধারা 370 এর ক্ষমতা ৭০% কমে যাবে.....
সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে আর্টিকেল 370 কে উঠিয়ে দেওয়া হোক কিন্তু সবাই জানেন না এর পদ্ধতি কি? সংবিধানের ধারা 368 এর 20 তম অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যসভা বা লোকসভার যে কোন জায়গায় এই প্রস্তাব রাখা যেতে পারে সেক্ষেত্রে মোট সংসদের তিনভাগের দুই ভাগের সমর্থন লাগবে ~ কিন্তু সেটা যেমন সহজ নয় তেমনই আজকের দিনে মোদি-অমিত শাহ'এর জমানায় অসম্ভবও নয়.....
জহরলাল নেহেরুর এই ভুলের খেসারত আজও ভারতবাসীকে দিতে হচ্ছে।
পুনশ্চঃ নিশ্চিতভাবেই আপনার-আমার মাতৃভূমিকে আপনার-আমার অজান্তেই গদির লোভে বেচে দিয়েছিল একটি ভন্ড পরিবার!
কৃতজ্ঞতা স্বীকারঃ
মিহির মন্ডল, আইন বিভাগ, কল্যানী বিশ্ববিদ্যালয়।
Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.
This was it, i was trying to find. Thanks a lot for requiring
ReplyDeletetime to publish it on your post. Actually Appreciated.
I will be visiting your blog site again as i just
found you release such an amazing stuff here.
I figured out a website which is committed to individuals who are excited to loose
weight quicker or later. It's about Keto Body Tone that is getting popular in the USA,
and they are coming to other countries too.
Hope you may enjoy to examine it out and share your views about
Keto Body Tone Diet Product.