***তুমি কে ?
~কর্মী!
***তোমার কাজ কি ?
~ভোটার স্লিপ দেওয়া , ভোটারের বাড়িবাড়ি যাওয়া , দেওয়াল লেখা ,পোস্টার লাগানো , দলের মিছিল,মিটিংএ ভিড় করা , বিরোধী দলের মার গুঁতো খাওয়া,হাতভাঙানো,অপমান খাওয়া,ভোটের সময় এ প্রান্তর থেকে ও প্রান্তে দৌড়ানো!তার ব্রজাঘাত আর লু বয়ে চলুক!
***দিনান্তে কি পাও ?
~কিছু মানুষের গালিগালাজ!
***যারা গালিগালাজ করে তারা কি বিরোধী দলের লোক?
~শুধু বিরোধী দলের লোক বা সাধারণ মানুষ ই নয় -- দলের নব্য রা, সুবিধাবাদীরা, সুখের দিনে আসা পাখিরা ও গালিগালাজ করে।
****তাও করো কেন এসব ?
~দিদি ও দলকে ভালোবেসে!
***খালি পেটে ভালোবাসা যায় ?
~নাগো!বার্নপুরে ইস্কোতে একটা ভালো কাজ করছিলাম,কিন্তু গত বিধানসভার ভোটে সেটা ছেড়ে চলে আসি!আসার পর একটা কাজ দিয়েছিল তাও সেটা যেতে বসেছে!
*****এত বঞ্চনা সহ্য করো, রাগ হয়না ?
~প্রথম,প্রথম হতো , এখন এসব অভ্যেস হয়ে গেছে!
***তোমার কি কোনো কদর নেই ?
~আছে তো , ঐ যে যখন ভোট আসে ! তখন নেতারা খুব খাতির,যত্ন করে।
***তুমি তাতেই ভুলে যাও ?
~কি করবো বলো আমি যে কর্মী!
***সব ছলনা বোঝো , তাও কাজ করার উৎসাহ পাও কোথা থেকে ?
~ ঐ সাদা শাড়ি পরা যাকে আমরা দিদি বলি গো!!
দেখোনা বাবুরা সেজে,গুজে স্টুডিওতে বসে কত্ত গাল,মন্দ করে ! ফেসবুক,টুইটারে কেউ বেগম বলে কেউ ডাইনি ! তা স্বত্তেও কেমন মুখ বুজে কাজ করে যায় তোমার আমার কথা ভেবে !
উনিও আমাদের মতো কর্মী তো ll ওঁকে দেখেই উৎসাহ পাই গো !
***সারাজীবন কর্মী হয়েই থেকে যাবে , নেতা হতে ইচ্ছে করেনা ?
~না গো করেনা , দিদি বলেছেন ওনার কাছে কর্মীরাই সব !যে যাই করুক আমি জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিদির পাশে ও দলের পাশে থাকতে চাই!
********************
এই হলো প্রকৃত কর্মী, যাদের জন্য তৃণমূল কংগ্রেস টিকে আছে।
এদিকে কিছু নব্য (ব্যাচ, স্কর্পিও/ফর চুনার, সোনার চেন) নেতাদের মানসিকতা এই Jokes (collected from WhatsApp) থেকেই বোঝা যায়।
_____
দাদাঃ পুরানো কর্মীদের অবিলম্বে সামনের সারিতে নিয়ে এসো
ভাইঃ কিন্তু দাদা সামনের সারিতে তো বালি মাফিয়া, জমি মাফিয়া, কয়লা মাফিয়ারা বসে আছে। ওদের কি করব?
দাদাঃ ওদের স্টেজে তুলে দাও
_____
নোট:
এটি একটি সম্পূর্ণ কাল্পনিক কথোপকন।
বাস্তবের সঙ্গে কেউ যদি মিল খুঁজে পায় তার দায় লেখকের/ব্লগের নয়।
Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post.
Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.
~কর্মী!
***তোমার কাজ কি ?
~ভোটার স্লিপ দেওয়া , ভোটারের বাড়িবাড়ি যাওয়া , দেওয়াল লেখা ,পোস্টার লাগানো , দলের মিছিল,মিটিংএ ভিড় করা , বিরোধী দলের মার গুঁতো খাওয়া,হাতভাঙানো,অপমান খাওয়া,ভোটের সময় এ প্রান্তর থেকে ও প্রান্তে দৌড়ানো!তার ব্রজাঘাত আর লু বয়ে চলুক!
***দিনান্তে কি পাও ?
~কিছু মানুষের গালিগালাজ!
***যারা গালিগালাজ করে তারা কি বিরোধী দলের লোক?
~শুধু বিরোধী দলের লোক বা সাধারণ মানুষ ই নয় -- দলের নব্য রা, সুবিধাবাদীরা, সুখের দিনে আসা পাখিরা ও গালিগালাজ করে।
****তাও করো কেন এসব ?
~দিদি ও দলকে ভালোবেসে!
***খালি পেটে ভালোবাসা যায় ?
~নাগো!বার্নপুরে ইস্কোতে একটা ভালো কাজ করছিলাম,কিন্তু গত বিধানসভার ভোটে সেটা ছেড়ে চলে আসি!আসার পর একটা কাজ দিয়েছিল তাও সেটা যেতে বসেছে!
*****এত বঞ্চনা সহ্য করো, রাগ হয়না ?
~প্রথম,প্রথম হতো , এখন এসব অভ্যেস হয়ে গেছে!
***তোমার কি কোনো কদর নেই ?
~আছে তো , ঐ যে যখন ভোট আসে ! তখন নেতারা খুব খাতির,যত্ন করে।
***তুমি তাতেই ভুলে যাও ?
~কি করবো বলো আমি যে কর্মী!
***সব ছলনা বোঝো , তাও কাজ করার উৎসাহ পাও কোথা থেকে ?
~ ঐ সাদা শাড়ি পরা যাকে আমরা দিদি বলি গো!!
দেখোনা বাবুরা সেজে,গুজে স্টুডিওতে বসে কত্ত গাল,মন্দ করে ! ফেসবুক,টুইটারে কেউ বেগম বলে কেউ ডাইনি ! তা স্বত্তেও কেমন মুখ বুজে কাজ করে যায় তোমার আমার কথা ভেবে !
উনিও আমাদের মতো কর্মী তো ll ওঁকে দেখেই উৎসাহ পাই গো !
***সারাজীবন কর্মী হয়েই থেকে যাবে , নেতা হতে ইচ্ছে করেনা ?
~না গো করেনা , দিদি বলেছেন ওনার কাছে কর্মীরাই সব !যে যাই করুক আমি জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিদির পাশে ও দলের পাশে থাকতে চাই!
********************
এই হলো প্রকৃত কর্মী, যাদের জন্য তৃণমূল কংগ্রেস টিকে আছে।
এদিকে কিছু নব্য (ব্যাচ, স্কর্পিও/ফর চুনার, সোনার চেন) নেতাদের মানসিকতা এই Jokes (collected from WhatsApp) থেকেই বোঝা যায়।
_____
দাদাঃ পুরানো কর্মীদের অবিলম্বে সামনের সারিতে নিয়ে এসো
ভাইঃ কিন্তু দাদা সামনের সারিতে তো বালি মাফিয়া, জমি মাফিয়া, কয়লা মাফিয়ারা বসে আছে। ওদের কি করব?
দাদাঃ ওদের স্টেজে তুলে দাও
_____
নোট:
এটি একটি সম্পূর্ণ কাল্পনিক কথোপকন।
বাস্তবের সঙ্গে কেউ যদি মিল খুঁজে পায় তার দায় লেখকের/ব্লগের নয়।
Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post.
Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.
No comments:
Post a Comment