Tuesday, June 25, 2019

তৃণমূল কংগ্রেসের পতনের কারণ ও আন্ত্মসমালোচনা, একটি কাল্পনিক প্রতিবেদন। Reasons for downfall of Trinamool Congress and Self Criticism by few veteran TMC men ~ A fictional article.

রাজনীতি বোঝেন?? এই দলের ক্লোজ গ্রুপে বহুদিন আগে যখন ২১ দলের ব্রিগ্রেডের সমালোচনা করেছিলাম তখন , কেউ একজন আমাকে সবজান্তা গামছাওলা বলেছিল। ফল তো দেখেছেন হাতে হাতে। সবকজন পুরোপুরি ডুবে গেছে । আর দিদির প্রকল্প?? কন‍্যাশ্রী , সবুজসাথী, খাদ‍্যসাথী ছাড়া সব বেকার। 

আর শুধু প্রকল্প দিয়ে ভোটে জেতা যায় না । 
সরকারী কর্মচারীদের ভোট একটাও পাবেন না। কারণটা সবাই জানেন।

শিক্ষিত বেকারদের ভোট পাবেন না । যে গ্রামে ৩০% মুসলমান, সেই গ্রামের বাকি ৭০% হিন্দুর ভোট পাবেন না ।
আর ঐ ৩০% ভোট ও নিশ্চিত নয়। রেড রোডে হিন্দি/উর্দু তে ভাষণ দিয়ে বাঙ্গালী মুসলিমদের থেকে ১০০% ভোট আশা করা কি যায়??

সব/বেশিরভাগ বাঙ্গালী মুসলমান তৃণমূলকে ভোট দিলে কি দুই মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, বহরমপুর ইত্যাদি জায়গায় তৃণমূল হারত??

ভোটটা আসবে কোথা থেকে ??
আর দলের পা থেকে মাথা পর্যন্ত নৈতিক - আর্থিক - সামাজিক দূর্নীতি।
প্রতিটি জেলা , ব্লক , বুথে পর্যন্ত গোষ্ঠী দ্বন্দ্ব।

সাইকেল চড়া কাউন্সিলার এর এখন স্কর্পীও বা ফর্টুনার।

SSC - প্রাইমারী সহ সব চাকরী বিক্রি হয়েছে চড়া দামে, এমনকি দলের কর্মীদেরও দেওয়া হয়নি চাকরীগুলো। 

কিভাবে জিতবেন একটু বলবেন ??

দলের মাস্টারমাইন্ড কে ?? পার্থ - ববি - অরূপ - সুব্রত বক্সি ???

দলের রাজ্য সভাপতি যিনি শান্তনু ঠাকুর কে ড্রপ বক্স এ আবেদন দিয়ে দলের আসতে বলেছিলেন সেই শান্তনু ঠাকুর নিজে তো জিতলেন এবং মতুয়া ভোট আরো চারটি আসনে নির্নায়ক হলো।

নূন্যতম রাজনৈতিক বুদ্ধি থাকলে মুকুল রায় থেকে অর্জুন সিং অবধি লোকেদের উনি যেতে দিতেন না।

আর এক পুরনো নেতা যিনি একসময় শ্রমিক সংগঠনের দায়িত্বে ছিলেন, বর্তমানে গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী কিন্তু দলে গুরুত্তহীন হবার ফলে তিনি এতটাই হতাশায় ভুগছেন (frustrated), তার দপ্তর সংক্রান্ত একটি শ্রমিক সংগঠনের (বাংলার পার্বত্য অঞ্চলের) সভাপতি কে প্রকাশ্যে "তুমি তো মহাপুরুষ" বলে সকলের সামনে ব্যঙ্গ বিদ্রুপ করেন কারণ যখন মন্ত্রী মশাই দলের বিষয়ে তার অসহায়তার কথা বলেন, তখন দলের বিষয় ছেড়ে সেই সভাপতি মশাই শ্রমিকের বঞ্চনা নিয়ে বলতে গেছিলেন ।

এবারে পাহাড়ে এই দপ্তর বন্ধ হলে বা আন্দোলন শুরু হলে তিনি দিদিমণির কাছে জবাব দিতে পারবেন তো?

এদিকে মমতা ব্যানার্জির ছবি একাডেমী তে দেখলে যার গা ঘিনঘিন করে তিনি নিজে তো হারলেন ই, উল্টে তার দৌলতে রাজ্যে প্রথম জেলা পরিষদ ও বিজেপি দখল করল।
ভালই হয়েছে, তাও যদি চোখ খোলে।

আর দলের কোর কমিটি, এদের ওপর এখন সয়ং মমতা ব্যানার্জি ভরসা করেননা, করলে প্রশান্ত কুমার কে আনতে হত না।

আর সোশাল মিডিয়া সেল...😂😂
যত কম বলা যায় তত ভালো।।

একজনকে তো দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীুরের দায়িত্ত্ব দিয়েছিল...
সব কটায় মুখ থুবড়ে পড়ল। তাও তাকেই কিনা অভিযোগ বিচার এর দায়িত্ব 🤔
ব্যর্থতার পুরষ্কার শুধু তৃণমূলেই সম্ভব, কারণ এই সব তাবেদার আর কিছু গুন সম্পন্ন (যা ভদ্র ভাষায় বলা যায় না, যেটা রোজ রাতে আসানসোলের হোটেলে হত বলে শুনেছি) লোকেরাই এখন সর্বেসর্বা হয়ে উঠেছে অবশ্যই সঙ্গে কিছু বখাটে চ্যংরা কে নিয়ে।

তার সঙ্গে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি তো কাজই করতে পারলেননা বা ওনাকে কাজ করতে দেওয়া হলনা, উনি ভদ্রলোক ছিলেন তাই টিকে থাকতে পারলেন না, বখাটে, তাবেদার বা আখের গোছানোর লোক হলে দিব্যি থাকতে পারতেন।

শুনেছি বাকিরা তো অফিসেই মদ্যপান করতে ব্যস্ত। আর এমন স্লোগান বের করে যা সাধারণ মানুষ খায় না।
৪২ শে ৪২.… কোনো স্লোগান হলো..
কেউ বিশ্বাস করবে?

আর "দিল্লী যাবে হওয়াই চটি' বলা বখাটে আঁতেল টি তো ব্যর্থতার পুরস্কার পেয়ে এখন সাপের পাঁচ পা দেখছে।

যারা কোনোদিন মাঠে নেমে রাজনীতি করেননা, কোনো আন্দোলন করেনি সেই সব চ্যাংরারা আবার দলের মুখ।


যারা পুরনো রাজনৈতিক কর্মী তারা হাসবেন না কাঁদবেন বুঝেই পারছেন না। 

এর সঙ্গে যুবরাজের যুবরাজকীয়
 মনোভাবের জন‍্য (চামচাদের পার করে তার সঙ্গে অন্য কর্মী এমনকি নেতারাও দেখা করতে পারেন না), এর ওপর তার সঙ্গে সিনিয়র নেতাদের বিরোধ। দিদির পরিবারের দিকেই দূর্নীতির অভিযোগ।।

এছাড়া ২১শে জুলাই থেকে নন্দীগ্রাম নেতাই - কোনো ক্ষেত্রেই বিচার না পাওয়ায় , উল্টে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধ ভজনায় দিদির ও দলের বিশ্বাসযোগ্যতাতেও ফাটল ধরেছে। সিঙ্গুরের জনগন ও মুখ ফিরিয়ে নিয়েছে।

প্রশ্ন জাগে বাংলার আসল "মা মাটি মানুষ" এখন তৃণমূলের সঙ্গে আছে তো?


আর অবাঙালীদের তাড়াও, আরে বাবা বাংলার বাইরে কত বাঙালী আছে সেই হিসেব টা জানেন কি **পক্ষ??
সেই সব বাঙালীদের কি আফরাজুল এর মত মারতে চান আপনারা??

এই দল নিয়ে আপনি মুকুল রায় - অমিত শা, বিজয় মালব্য - নরেন্দ্র মোদিকে টক্কর দেবেন ??

ভাবেন কি করে ?? দলের আসল লোকগুলো হয় বসে গেছে নয়তো বিরোধী দলে। এখন শুধু দেখুন ফাইনালে কত গোলে দল হারে । যেভাবে চলছে তাতে  বিধানসভায় ১১৫ পেরোলে খুব অবাক হবো ।।

দলের মধ্যে ক্লোজ গ্রুপেও তেল না মেরে আন্তসমালোচনা করলে ওই জিন্দাবাদ করা বখাটে চ্যংড়া রা তাকে বিজেপি তকমা দিয়ে দেবে।

আন্তসমালোচনার কোনো জায়গা তৃণমূলে নেই।।
ওদিকে বিজেপি থ্রেট করবে এদিকে দলের এক অংশ।
তাই 🙏🤐🙏


(মূল লেখাটি কোনো এক দলঅন্ত লড়াই করা পুরনো তৃণমূলকর্মী শিক্ষকের ও কিছু বহু পুরনো নেতা, কর্মীদের দ্বারা লেখা, সেটিতে কিছু পরিমার্জন করা হয়েছে)


নোট:
এটি একটি সম্পূর্ণ কাল্পনিক কথোপকন।
বাস্তবের সঙ্গে কেউ যদি মিল খুঁজে পায় তার দায় লেখকের/ব্লগের নয়।

বর্তমান (২০২০-জুন/জুলাই) পরিস্থিতিতে এই বিষয়ে আমার সাম্প্রতিক লেখা:
তৃণমলের মা মাটি মানুষ এর বর্তমান অবস্থা, আর আমার মত একজন তৃণমূলের প্রথম দিনের সৈনিকের আজকে তৃণমূলের সমালোচনা এবং করোনা মোকাবিলায় মমতা ব্যানার্জির ব্যর্থতার ও বর্তমান অসহায় দশার কারণ বিশ্লেষণ।
https://mamatimanushofwb.blogspot.com/2020/06/blog-post_13.html?m=1

2 comments:

  1. Fɑstidious answer baⅽk in retᥙrn of this
    query with genuine arguments and deѕcribing the whole thinmg concerning
    that.

    ReplyDelete
  2. Omg! Thanks a lot! I just totally would definitely jot down little web page
    as well. Do i please take a component of your post to make sure you my website?

    ReplyDelete

Some recent posts

ভগবান রামচন্দ্র (রঘুবীর) ও ঠাকুর শ্রী রামকষ্ণ পরমহংস দেব, আর বর্তমানের সেক্যুলার (আসলে সিক কুলার) গণ।

শ্রীরামকৃষ্ণের কুলদেবতা ছিলেন ৺রঘুবীর। তিনি নিজে  দেবতার কবচ পরতেন, তাঁর পার্থিব শরীর পঞ্চভূতে লয় হওয়ার পরবর্তী সময়ে শ্রীমা সেই পবিত্র কব...