Thursday, February 27, 2020

দিল্লির দাঙ্গায় আমার আবেদন। ধর্মীয় তোষণ ও ধর্মিয় মৌলবাদ (হিন্দু ও মুসলিম উভয় মৌলবাদই) দুটিই ভারতবর্ষের পক্ষে ক্ষতিকর। আমরা কি জাত, ধর্মের বাইরে বেরিয়ে মানুষ হতে পারি না? অপরাধী হিন্দু বা মুসলিম যাই হোক সে অপরাধী।।

আমি একজন স্বাধীন মানুষ, সাদাকে সাদা আর কালোকে কালো বলি। এটি আমার আবেদন, দেশবাসীর কাছে।

অঙ্কিত শর্মা এর নাম শুনেছেন?
বলতে পারেন অঙ্কিত শর্মা এর অপরাধ কি ছিল?
অঙ্কিত আর দুটো unidentified body ঐ আপের কাউন্সিলর তাহীর হুসেন এর বাড়ির পাশের নালা থেকেই পাওয়া গেছে।
তাদের কি অপরাধ ছিল??

আগে মানুষ হন, তাহলে আর ধর্ম ধর্ম করে ও দলাদলি করে লড়াই করতে ইচ্ছে করবেনা।
অপরাধীদের ধর্ম নয়, অপরাধ দেখে বিচার করতে শিখুন।
দিল্লির দাঙ্গায় এখন অবধি মৃত ৩৪ জনের মধ্যে ১৯ জন কে শনাক্ত করা গেছে, যার মধ্যে ১০ জন মুসলিম আর ৯জন হিন্দু।
এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন।
আর নাম জাত নয়, এটা কেন ভাবছেননা যে এতগুলো ভারতীয় প্রাণ হারিয়েছেন?
এতগুলো মানুষ মরল।

ধর্মীয় তোষণ ও ধর্মিয় মৌলবাদ (হিন্দু ও মুসলিম উভয় মৌলবাদ ই) দুটিই দেশের পক্ষে ক্ষতিকর।
আমরা কি জাত, ধর্মের বাইরে বেরিয়ে মানুষ হতে পারি না?
অপরাধী হিন্দু বা মুসলিম যাই হোক সে অপরাধী।।
আমার কাছে সব ধর্ম সমান, আমি "যত মত তত পথ" এই বিশ্বাসী।

বাম ও তৃণমূলীদের মত মুসলিম অপরাধী হলেই তাকে আড়াল করব আর হিন্দু হলেই চিৎকার করব সেটা নয়, বা বিজেপি আর এস এস এর মত এর উল্টোটাও নয়।

আমার কাছে কপিল মিশ্র বা তাহির হুসেন দুজনেই অপরাধী।
গোপাল আর শাহরুখ দুজনেই আতঙ্কবাদী terrorist.
https://thewire.in/communalism/delhi-riots-identities-deceased-confirmed


Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.

No comments:

Post a Comment

Some recent posts

ভগবান রামচন্দ্র (রঘুবীর) ও ঠাকুর শ্রী রামকষ্ণ পরমহংস দেব, আর বর্তমানের সেক্যুলার (আসলে সিক কুলার) গণ।

শ্রীরামকৃষ্ণের কুলদেবতা ছিলেন ৺রঘুবীর। তিনি নিজে  দেবতার কবচ পরতেন, তাঁর পার্থিব শরীর পঞ্চভূতে লয় হওয়ার পরবর্তী সময়ে শ্রীমা সেই পবিত্র কব...