--স্বরূপ
চট্টপাধ্যায়
(A Bengali poem by Saroop Chattopadhyay)
আমি যদি পাহাড় হতাম...
স্থাবর
হয়ে থাকতাম আমার প্রিয় হিমালয়ের মত,
আমার মাথায় থাকত অনেক অনেক বরফ...
জমাট বেঁধে থাকত তারা আমার সব দুঃখের মত।।
আমার বুক চিড়ে তুমি চলে যেতে নদীর মত...
নেচে
নেচে বয়ে যেতে কুলকুল করে।
আর কোন এক পাশে থাকত আমাদের সৃষ্টি...
ঝর্ণার
মত সে হাসত খিল খিল করে।।
বেশ দারুণ হত না ব্যাপারটা!!
সুখ
দুঃখ সব নিয়ে থাকতাম আমি চুপ করে...
কত লোকেই না দেখত আমদের এই সৌন্দর্য ,
সবার
ভালবাসা পেতাম আমরা বুক ভরে।।
কিন্তু হঠাত যদি আমার নিয়তির মত, আসত কোন
ভূমিকম্প ...
কয়েক
সেকেন্ডেই করে দিত সে সব ছারখার,
সব হত লণ্ডভণ্ড আর নদীর গতিপথ দিত সে পাল্টিয়ে
...
চেনা
লোকেরাই অচেনা হয়ে বলত তুমি কে? কে আমার?
পারতাম
কি আমি হয়ে থাকতে নিঃশব্দ...
আমার চেনা সেই সবুজ আর সাদা হিমালয় হয়ে??
না
বন্ধু, গর্জে উঠতাম আমি করে ভীষণ শব্দ...
তুমি হয়ত তখন ছেড়ে
চলে যেতে আমায় হড়কা বান হয়ে।।
Some other Bengali poems by me
which are already published in this blog:
বাঁচা (Survive-- A Bengali poem) স্বরূপ চট্টপাধ্যায় (by
Saroop Chattopadhyay)
Simana Chariye (সীমানা
ছাড়িয়ে) – “Crossing
the Limit”
Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.
Great post but I was wanting to know if you could write
ReplyDeletea litte more on this topic? I'd be very grateful if you could elaborate a little bit
more. Cheers!
Click here and Read Beautiful Bangla Poem
ReplyDelete