Monday, August 23, 2021

হিন্দুত্ব ও বাঙ্গালী

হিন্দুত্ব শব্দটাই একজন বাঙ্গালীর ব্রেনচাইল্ড‚ চন্দ্রনাথ বসুর। - সেটা বড় কথা নয়। জনসঙ্ঘ দলের (বিজেপির পূর্বসূরী ) প্রতিষ্ঠাতা ছিলেন একজন বাঙ্গালী‚ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। - সেটা বড় কথা নয়। শ্রী অরবিন্দ তাঁর উত্তরপাড়া ভাষনে বলেছিলেন যে "এখন আমি মানি সনাতন ধর্মই রাষ্ট্রবাদ"! 
ঋষি অরবিন্দ বাঙ্গালী ছিলেন।  -সেটা বড় কথা নয়। বন্দেমাতরম গানে ভারতমাতাকে দেবী দুর্গা রূপে কল্পনা করে হিন্দুরাষ্ট্রের বীজ বপন করেছিলেন একজন বাঙ্গালী‚ ঋষি বঙ্কিমচন্দ্র। -সেটাও বড় কথা না।



প্রয়াগে প্রথম বিশ্ব হিন্দু সম্মেলনের সভাপতি ছিলেন একজন বাঙ্গালী‚ রমাপ্রসাদ মুখোপাধ্যায়! -সেটাও বড় কথা নয়।
প্রথম যে ভারতীয়কে ব্রিটিশ পার্লামেন্টে হিন্দুত্ববাদী আন্দোলন সম্পর্কে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো হয়‚ তিনি একজন বাঙ্গালী। তপন ঘোষ। - না‚ এটাও বড় কথা নয়।

তাহলে বড় কথা কি রে হিন্দুবাঙালি ? ভাতাপ্রিয়, কর্মহীন, এদেশীয় ঘটী বা কাঁটাতার পেড়িয়ে আসা বাঙ্গাল হিন্দু হতভাগা? - 

বড় কথা হলো এটাই যে হিন্দুত্ববাদ বাঙ্গালীর সংস্কৃতি নয়। এটা বাঙ্গালীর উপর উত্তর ভারতীয় সংস্কৃতির আধিপত্য। বাঙ্গালীর সাথে হিন্দুত্ববাদের কোনো সম্পর্ক নেই।
কালচারাল মার্কসবাদ ইন্টেলেক্ট নিয়ে বাঙালি শুধু স্কচ অন দা রকস হাতে রবীন্দ্রনাথ এর কবিতা আওরাবে...

আসলে ৩৪ বছরের বাম শাসন ও তার চেয়েও বেশি গত ১১ বছরের তৃণমোল্লাঃ শাসনে বাঙালির এরকমই "মগজ ধোলাই" হয়েছে, উদয়ন মাস্টার আর গুপি বাঘার অভাব খুব বেশি করে মনে পড়ছে।।

~ শুভজিৎ মুখার্জী ও স্বরূপ চট্টোপাধ্যায়।

Saturday, June 19, 2021

Post Poll violence in West Bengal.

In West Bengal massive post poll violence is going on mostly by TMC Goons (Majority of them are Muslims).

As a Human Rights Activist I've traveled deep into several Districts of West Bengal & witnessed an extreme level of atrocities used to dominate political opponents by Trinamool.

In lots of places TMC goons (mostly Muslims) used "Rape" "Mass Rape" & Murder as a lesson to teach people (mostly Hindus) who voted against them.

Districts like Purba & Paschim Midnapore, South & North 24 Parganas, Hooghly, Birbhum, Maldah, North Dinajpur etc are worst sufferer districts.

As per some reliable sources minimum few thousands Rape/Mass Rape cases happened out of which only about 200 came out to say, as State Police refused to take FIR they're totally helpless.

Even 60-year-old woman and a 17-year-old minor girl from West Bengal have moved the Supreme Court alleging that they were raped by All India Trinamool Congress (TMC) workers for having supported the Bharatiya Janata Party (BJP) in the 2021 West Bengal Assembly elections.

9yrs girl was brutally raped, lots of rape victims were murdered but Police refused to accept it.

Regarding rape cases, very few have that courage because if they say anything their husband/children will be killed & administration will not take any action.

Plus due to "social stigma" they prefer to hide the incidents.

Minimum 40 ppl are killed in post poll violence & over 75000 ppl are forced to leave their houses, according to opposition.

Most of these houses & their agriculture farms/business places were looted.

Around 5000 people left the state to save their lives & prestige.

Strangely 99% of rape victims are Hindu girls/women, except very few ISF/Left muslim supporters in Bhangar area.


Infact throughout WestBengal communal violence is going on but State Govt, State Police, State Administration & Pliable Bengali Media refusing to accept the truth.

Police/CID giving false cases against protesters/Human Rights Activists & even against victims.

Administration is acting as per the tune of TMC goons, even BDO openly touched TMC District President feet to show royalty.

Total administration collapsed in Bengal, most of the IAS/IPS officers are working like "Obedient Servant of Her Majesty".

Situation is more pathetic than British Raj.

Terrorism activities including JMD, ISF, Khalistani, Chinese terrorists also captured from Bengal recently.

But this is just a "Tip of an iceberg". Its a grave concern to our national security.

I myself got several life threats and faced attacks, also day and night they're threatening me to put inside the bar with false cases.

I know I'll be killed or be behind the bar soon but I will continue my protest against Human Rights Violences, Dictatorship & atrocities.
Also my first priority is my motherland India.
Jai Hind.
Bharat Mata ki Jai 🇮🇳🙏.

~ Saroop Chattopadhyay.
Human Rights Activist & Social Worker.

Please also read:
"How #Mamata's #Bengal became revenge #RapeCapital after her victory.."
An article by @azad_nishant of @eOrganiser describing reality of #WestBengal's #postpollviolence with proves.
https://www.organiser.org/Encyc/2021/6/22/How-Mamata-s-Bengal-became-revenge-rape-capital.html 


Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. 
Thanks, Jai Hind Vande Mataram!! Saroop Chattopadhyay.

Thursday, June 17, 2021

চলুন সরষের তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা যাক...

কিছু মানুষকে বোঝানো হচ্ছে কেন্দ্র সরকার নাকি ইচ্ছে করেই সরষের তেলের মূল্য বৃদ্ধি করেছে, কিন্তু আসল কারণটা কি?
জানুন..
কেন এতো দিন পরে সরষের তেলের দাম বেড়ে গেল? এই সরষের তেলের দাম বেড়ে যাওয়ার জন্য অনেকেই কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদীর দিকে আঙুল তোলা শুরু করেছেন। 

#আসুন_জেনে_নেই_প্রকৃত_সত্য। 

     কেন্দ্রীয় সরকার সমস্ত সরষের তেল উৎপাদক কোম্পানিগুলোকে নোটিশ করে দিয়েছে যে, আর কোনো ভাবেই সরষের তেলের সাথে Blended Oil মেশানো যাবে না। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে; কি এই blended oil ? 
      Blended oil হল Pamolin Oil , যাকে আমরা সবসময় বলি 'পাম অয়েল' । দেখবেন আপনার ব্যবহৃত সরষের তেলের প্যাকেটের গায়ে লেখা থাকে mustard oil with blended oil.... । তার অর্থ আপনার ব্যবহৃত সরষের তেলের সাথে মেশানো হয়েছে পামোলিন তেল বা পাম তেল, যে তেলের জন্মই হয়েছিল Machine Oil হিসেবে। বৃটিশ সরকারের আমলে সারা বিশ্বের কলকারখানার যন্ত্রপাতিতে ব্যবহৃত তেল ধীরে ধীরে ভারতের মানুষকে খাওয়াতে শুরু করে তেল উৎপাদনকারী কোম্পানিগুলি। শুধুমাত্র তেলে মিশিয়েই ক্ষান্ত হয় নি কোম্পানিগুলি। আমরা যে কেক, প্যাস্ট্রি, আইসক্রিম , দুধ, মাখন, ফ্রুট জ্যুস, চকোলেট, বিস্কুট খাই ...... এরকম হাজার ধরনের খাদ্যের সাথে মেশানো হয় এই Pamolin oil, যার ফলে এই পাম অয়েল মানুষের শরীরে প্রবেশ করে ৫ থেকে ১০ বছরের মধ্যে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির জন্ম দিচ্ছেদিচ্ছে , যার মধ্যে অন্যতম ক্যান্সার রোগ। 

     একটু আগে ফিরে যাই, ........ 
তা দেখা গেছে সরষের তেলের সাথে পাম অয়েল মিশিয়ে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছিল। জানলে অবাক হয়ে যাবেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি মাত্র ২০% সরষের তেলের সাথে বাকি ৮০% ই ব্লেন্ডেড অয়েল অর্থাৎ পাম তেল মিশিয়ে বিক্রি করে আসছিল এ যাবৎ। তবেই না সস্তায় আমরা খাচ্ছিলাম। কিন্তু কখনো আমরা কিছু তলিয়ে দেখি নি বা ভেবে দেখিনি। 
     যেখানে এক কেজি ভালো সরষের দাম ৫০ টাকা এবং এক লিটার সরষের তেল তৈরি করতে লাগে প্রায় ৩ কেজি সরষে, যার অর্থ হল এক লিটার সরষের তেল প্রস্তুত করতে লাগবে ১৫০ টাকার সরষে , তাহলে অন্যান্য খরচ সামলে কি করে সেই তেল আমাদের কাছে ১০০ টাকা লিটার বেচছিল তেল উৎপাদক কোম্পানিগুলো!!!!! 
         #তাহলে_বুঝুন_আপনি_কি_খাচ্ছিলেন!? 

    ১৯৯০ সাল নাগাদ তৎকালীন কেন্দ্রীয় সরকার খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলোকে blended oil মেশানোর ছাড়পত্র দেয়।তখন হয়ত সেই সরকার কোন কিছুর বিনিময়ে খাবারে ভেজাল মেশানোকে বৈধতা দিয়েছিল বা blended oil মেশানোর ফলে তার সুদূর প্রসারী রোগের উৎপত্তি নিয়ে বুঝতে পারে নি। 

     সেই থেকে ভারতবর্ষে বিষাক্ত পাম অয়েল বাজার ছেয়ে যায় এবং সেই থেকে পাম অয়েলের রমরমা চলে আসছে। 
এই কারণেই হয়তো WHO ( World Health Organization) বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগেই ঘোষণা করেছিল যে ; ২০৩০ সালের মধ্যে ভারতবর্ষে প্রতি চারজনের মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত রোগী পাওয়া যাবে। 

       আসলে আমরা সবাই একটু সস্তার আশায় কোন কিছু না ভেবেই এইসব কিনে খাওয়া শুরু করি। তো এই পাম অয়েল খাওয়ার ফলে ৫ থেকে ১৫ বছরের মধ্যেই আমাদের শরীরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি ঢুকে পড়ে। এবার ডাক্তার দেখানো শুরু থেকে, ওষুধপত্র, বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল টেস্টে যে পরিমাণ খরচ শুরু হবে বুঝতে পারছেন। হিসাব করে দেখবেন,তাতে সস্তার খাবার খেয়ে সত্যি সত্যিই কি আপনি সাশ্রয় করতে পারলেন? আর এরপরে যদি ক্যান্সার হয়ে যায় তখন আর হিসাব হাজারে নয় লাখে চলে যাবে। 

    #সুতরাং_কম_খান_খাঁটি_খান। 

    আর কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার আগে, নরেন্দ্র মোদীর দিকে আঙুল তোলার আগে নিজে ভালো করে জেনে নিন। কোনো সংবাদপত্র, মিডিয়া চ্যানেল আপনাকে জানাবে না কারণ তাদের হাউসগুলো চলে বড় বড় কোম্পানির বিজ্ঞাপনের টাকায়। পরিশেষে বলবো........ 

             #খাঁটি_খান_সুস্থ_থাকুন
                 🙏🙏🙏🙏🙏

Sunday, April 18, 2021

স্বামী কৃপাকরানন্দ মহারাজ (দেবতোষ চক্রবর্তী) Swami Kripakarnanda Maharaj of Ramakrishna Mission.

#যা_পড়লাম_জীবনেও_ভুলবো_না_মুগ্ধ_হলাম 
সন্ন্যাস নেওয়ার পরেও আবার ফিরে এলেন ডাক্তারিতে, কোনো টানটান রহস্যময় চিত্রনাট্যের থেকে কম কিছু নয়....


দেবতোষ চক্রবর্তী, মাধ্যমিকে পঞ্চম (১৯৮৯), উচ্চমাধ্যমিকে প্রত্যাশিত ভালো ফল (১৯৯১), জয়েন্টে মেডিক্যালে র‍্যাঙ্ক করার পর ভর্তি হলেন কলকাতা NRS মেডিক্যাল কলেজে (১৯৯১).....

এরপর দিল্লী এইমস থেকে মেডিক্যালে কিছু কোর্সওয়ার্ক কমপ্লিট করেন....

দেবতোষ চক্রবর্তী শুধুমাত্র একজন ডাক্তার নন, তিনি দক্ষ সঙ্গীতজ্ঞ, দক্ষ চিত্রকর, নাটকে সাবলীল, ব্যাডমিন্টনে দক্ষ খেলোয়াড়....

তিনি গবেষক হতে পারতেন, হতে পারতেন সেরা চিকিৎসক, হতে পারতেন স্বনামধন্য খেলোয়াড় বা চিত্রকর বা সঙ্গীত শিল্পী.....

কিন্তু দেবতোষ চক্রবর্তী নামের এই মহামানবটির নিজস্ব সম্পত্তি, খ্যাতি, নাম, টাকাপয়সা, বাড়ি, গাড়ি কোনোকিছুর প্রতিই ন্যূনতম লোভ নেই....

জাগতিক চাওয়া পাওয়ার অনেক উর্দ্ধে এই মানুষটা....

তিনি নিজের স্বর্বস্ব ত্যাগ করে (এমনকি ডাক্তারি পেশাও) বেলুড় মঠে সন্ন্যাস নিলেন, নিজের নাম পরিবর্তন করে রাখলেন কৃপাকরানন্দ মহারাজ.....

আর আজ করোনার আতঙ্কে আমরা যখন গৃহবন্দী, তখন এই মহামানব কৃপাকরানন্দ মহারাজ আমাদের বাঁচাতে আবার ফিরে এলেন ডাক্তারি পেশায়, হাতে তুলে নিলেন স্টেথোস্কোপ.....

প্রণাম নেবেন মহারাজ, আপনার মতো মানুষ এই পৃথিবীতে বড্ড কম আছে.....

বাংলার ঘরে ঘরে অনুপ্রেরণা হয়ে থাকুন স্বামী কৃপাকরানন্দ মহারাজ....

সকলেই পড়ুন, এবং ছড়িয়ে দিন খবরটি..... এরকম মানুষ রাজ্যের কর্ণধার হলে কেমন হয়? হয়ত হতেও পারেন।

🌸

তথ্যসূত্র : ফেসবুক

#doctor #Ramkrishnamission #truestory
Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.

Friday, April 9, 2021

পশ্চিমবঙ্গের মুসলিম জনগন ও তৃণমূলের তোষণের ফল

আসলে গত ১০ বছর ধরে তৃণমূলের লোক দেখানো সংখ্যালঘু তোষণ ও কিছু পাইয়ে দেওয়ার রাজনীতির ফলে বাংলার অধিকাংশ মুসলিমরা নিজেরাই নিজেদের অজান্তে নিজেদের গরু বলে মেনে নিয়েছে আর কিছু অতিরিক্ত সুবিধা (বিনা হেলমেট এ বাইক চরা.. দোষ করলেও পুলিশ ডায়েরি না নেওয়া... পুলিশকে লাথি মেরে তার পুরস্কার পাওয়া) ভোগ করে নিজেদেরই ক্ষতি করেছে।
এইসব এ মুসলিম সমাজের উন্নতি তো হয়ই নি উল্টে হিন্দুরা ক্ষেপে গেছে।

মুসলিমদের আর্থিক, সামাজিক, শিক্ষাগত ইত্যাদি ক্ষেত্রে গত ১০ বছরে কিছুই উন্নতি হয়নি।
কিন্তু কিছু মুসলিম বিশেষত উর্দুভাষীরা নিজেদের কর্ম দিয়ে রোজগার না করে অনুদান, ধর্মীয় জলসা, ওয়াকফ বোর্ড ইত্যাদি বা দাদাগিরি করে রোজগার করতে অভ্যস্ত হয়ে পড়েছে।

ভারতবর্ষে সব ধর্মের সমান অধিকার থাকা উচিত, পুলিশকে লাথি মারলে সবার জন্য একই শাস্তি থাকা উচিত।
কারো জন্য পুলিশের লাঠি আর কারো জন্য লাথিশ্রী পুরস্কারের রেশন অনেককেই খেপিয়ে তুলেছে।।


একটা কথা তো মানতেই হবে যে ধর্মের ভিক্তীতে তে দেশ ভাগ হয়েছিল আর বাংলার ২/৩ ভাগ এখন বাংলাদেশ এর অন্তর্ভুক্ত।
তাই বলি তাহলে পশ্চিমবঙ্গেও মুসলিমরা বিশেষ সুবিধা পাবে কেন??
আইন সবার জন্য এক নয় কেন??

এতে ক্ষতি মুসলিম সমাজেরই হয়েছে।
এইসব এর জন্যেই সমস্ত মুসলিম ভোট আর তৃণমূলের সঙ্গে নেই।
তাই আমি আবারও বলি মাননীয়া...  #আপনি_হিন্দুদেরকেও_ঠকিয়েছেন #আপনি_মুসলিমদেরকেও_ঠকিয়েছেন।।
আরো জানতে ক্লিক করুন।

https://mamatimanushofwb.blogspot.com/2021/01/blog-post.html?m=1


 Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.

Monday, March 22, 2021

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্যে বিজেপির সোনার বাংলা সংকল্পপত্র (ইশতেহার/ইস্তাহার)।


গতকাল (21/03/2021) প্রকাশিত হল বিজেপির সোনার বাংলা সংকল্পপত্র, রাজ্যের প্রথম দফা নির্বাচন শুরুর এক সপ্তাহ আগে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


বিজেপির সংকল্পপত্রের কতকগুলি মুখ্য বিষয়:


🟠 শিক্ষাক্ষেত্র

* প্রথম থেকে দশম পর্যন্ত বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক সব স্কুলে। 

* বাংলায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্ন।

* আদিবাসী পড়ুয়াদের জন্য মডেল স্কুল তৈরি হবে। 

* স্কুল পরিকাঠামো আধুনিকীকরণের জন্য বিদ্যাসাগরের নামে ২০ হাজার কোটির তহবিল। 

*নোবেল পুরস্কারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পুরস্কার চালু হবে, 
শান্তিনিকেতনকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা দিতে। 

🟠স্বাস্থ্য

*আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যেক গরিবকে আনা হবে। 

*জঙ্গলমহলের সহ রাজ্যে মোট ৩টি এইমস তৈরি হবে। 

*স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের নামে ১০ হাজার কোটির তহবিল।

 🟠 কর্মসংস্থান

* রাজ্য সরকারি চাকরির জন্য কমন এলিজিবল টেস্ট চালু হবে। 

* এস এস সি, পি এস সি প্রতি বছর নিয়োগ হবে। 

* প্রতি পরিবার পিছু একজনের কর্মসংস্থান।

* এমএসএমই-তে ১০ লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টার ছাড়াই ঋণ। 

*স্টার্টআপের জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত লোন।

🟠 নারীন্নোয়ন

* সরকারি চাকরিতে মেয়েদের ৩৩% ছাড়। 

* আঠারো বছর বয়স হলেই মেয়েদের অ্যাকাউন্টে ২ লক্ষ্য টাকা। 

* কেজি থেকে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত নিঃশুল্ক শিক্ষা ব্যবস্থা। 

* বিধবা ভাতা ১০০০ থেকে বাড়িয়ে ৩০০০ করা হবে। 

* সরকারি বাসে যাতায়াত নিঃশুল্ক। 

* রাজ্য পুলিশে ৯ টি ব্যাটেলিয়ন এবং ৩ টি সশস্ত্র ব্যাটেলিয়ন গঠন। 

* মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য ৫ হাজার কোটি বরাদ্দ করা হবে। 

🟠 পর্যটন

* রাজ্যে পৃথক সাতটি পর্যটন সার্কিট তৈরী হবে। 

* গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে ২৫০০ কোটি টাকার তহবিল। 

🟠 নগরোন্নয়ন

* শহর পরিকাঠামো উন্নয়নে ৩০ হাজার কোটি বরাদ্দ। 
* কলকাতার উন্নয়নে 22 হাজার কোটির তহবিল। 

 🟠 কৃষক উন্নয়ন

* প্রধানমন্ত্রী কৃষি সন্মান নিধির আওতায় সব কৃষকদের এককালীন ১৮ হাজার টাকা দেওয়া হবে। 
* রাজ্যের সব কৃষকদের বার্ষিক ১০ হাজার টাকা দেওয়া হবে। 
* ভাগ চাষীদের বার্ষিক ৪ হাজার টাকা দেওয়া হবে। 

🟠মৎস্যজীবী উন্নয়ন 

*মৎস্যজীবীদের বছরে ৬ হাজার টাকা অনুদান। 

*মৎস্যজীবীদের জন্য ৩ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা। মৎস্যজীবীদের সব নৌকা যন্ত্রচালিত করা হবে।

🟠এছাড়াও

* প্রতি বাড়িতে ২০০ ইউনিট পর্যন্ত নিঃশুল্ক বিদ্যুৎ পরিষেবা


* মন্ত্রিসভার প্রথম বৈঠকে শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং পরিবারকে বছরে ১০ হাজার টাকা দেওয়া হবে। 

* উত্তর বঙ্গ উন্নয়ন পরিষদ

* চা বাগানের শ্রমিকদের নুন্যতম বেতন দৈনিক ৩৫০ টাকা করা হবে। 

* বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর ছাড়াও আরো তিনটি বিমানবন্দর গড়ে তোলা হবে। 

* বন্যা নিয়ন্ত্রণে ফ্লাড কন্ট্রোল ৫০০ কোটির তহবিল

🟠 ক্ষমতায় এসেই সপ্তম পে কমিশন লাগু করা হবে। 

🟠 বিশেষ ভাবে বাংলাকে দেশের সাংস্কৃতিক রাজধানী করে তুলতে ১১ হাজার কোটির তহবিল। যে কোন মিডিয়ামের পড়ুয়া হোক না কেন, বাংলার প্রত্যেক পড়ুয়াকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক ভাবে বাংলা ভাষা পড়তে হবে❤️ 

🟠 নারী সুরক্ষায় রাজ্য পুলিশে বিশেষ দল। 

🟠 রাজনৈতিক হিংসা মুক্ত বাংলা তৈরী করা হবে। 

সোনার বাংলা গড়ার উদ্দেশ্যে বিজেপি দায়বদ্ধ।

To know the result of Final (March’21) Opinion poll survey for 2021 West Bengal Assembly Election .
Plz click:

https://mamatimanushofwb.blogspot.com/2021/03/final-march21-opinion-poll-survey-for.html
 

Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Jai Hind 🇮🇳🙏!! 
Saroop Chattopadhyay.

Sunday, February 14, 2021

হিসেব হবে, Bengali Poem by Kumaresh Chakraborty exposing corrupt TMC regime.

হাতে আইফোন, পায়ে চটি
চুরি করেছে কোটি কোটি 
এত টাকা হলো কবে? 
হিসেব হবে হিসেব হবে। 
হিসেব হিসেব হিসেব হবে
এসো বন্ধু হিসেব হবে।


সিন্ডিকেট আর তোলা তুলে 
ভাইপো এখন সোনা কেনে। 
এত টাকা কোথায় পেলে? 
ভাইপো তোমার হিসেব হবে। 
হিসেব হিসেব হিসেব হবে।

 
এসো বন্ধু হিসেব হবে। 
বাইরে থেকে রোহিঙ্গা আসে
তৃণমূলের নেতার সাথে। 
রোহিঙ্গা কেন থাকবে দেশে? 
NRC তে হিসেব হবে। 
হিসেব হিসেব হিসেব হবে। 


এসো বন্ধু হিসেব হবে। 
বাংলা আমার হারবে না 
বাংলাদেশ হইবে না। 
বাংলা শুধু ভারতে রবে। 
জেহাদিদের বিচার হবে। 
হিসেব হিসেব হিসেব হবে। 


এসো বন্ধু হিসেব হবে। 
দুধেল দের সাজিয়ে মাথা 
এতই সহজ ভোটে জেতা? 
মানুষ এবার জাগছে সবে 
হিসেব তোমায় দিতেই হবে। 
হিসেব হিসেব হিসেব হবে। 


এসো বন্ধু হিসেব হবে। 
বেকার ভাতা, পাউচ প্যাকে 
যুবক-যুবতী শান্ত হবে? 
কাটমানিতেই চাকরি দেবে! 
যুবসমাজ কোথায় যাবে? 
ওরাও তোমার হিসেব নেবে। 
হিসেব হিসেব হিসেব হবে। 


এসো বন্ধু হিসেব হবে। 
কৃষক ভাইয়ের কৃষান নিধি
সেটাও তুমি আটকে দেবে? 
কৃষক ভাইও হিসেব নেবে।
অন্যরকম হিসেব হবে। 
হিসেব হিসেব হিসেব হবে। 


এসো বন্ধু হিসেব হবে। 
দশ বছরে ধর্ষণ যত 
মমতা বলেছেন ঘটনা ছোট। 
মা-বোনেদেরও কষ্ট দেবে? 
তারাও এবার হিসেব নেবে। 
হিসেবে হিসেব হিসেব হবে।



এসো বন্ধু হিসেব হবে। 
রাস্তা, আলো, ঘরের টাকা 
কাটমানিতে পার্টির দাদা। 
নেতার ঘরেই সবটা যাবে? 
মানুষ এবার হিসেব নেবে। 
হিসেব হিসেব হিসেব হবে। 


এসো বন্ধু হিসেব হবে। 
খেললে তুমি অনেক খেলা
এখন তোমার হারের পালা। 
দিদি এবার নামলে পথে। 
মানুষ নিজেই হিসেব নেবে। 
হিসেব হিসেব হিসেব হবে। 


এই মাটিতেই হিসেব হবে। 
হিসেব তোমায় দিতেই হবে। 
এসো বন্ধু হিসেব হবে।

Edited and published by Saroop Chattopadhyay.
 Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.

Tuesday, February 9, 2021

খেলা হবে ~ A Bengali poem countering TMC's misrule & false propaganda in West Bengal.

খেলা হবে

আমজনতা জাগছে এখন 
শুরু হয়েছে দিদির পতন। 
দিদি তোমায় হারতে হবে 
এসো বন্ধু খেলা হবে। 
খেলা হবে, খেলা হবে। 

চালচোরদের লাফালাফি 
দুধেলদের দাপাদাপি। 
দিদি গেলেই বন্ধ হবে 
এসো বন্ধু খেলা হবে। 
খেলা হবে, খেলা হবে। 

ভারতীযরা বহিরাগত 
রোহিঙ্গারা জামাইসম!  
এমন কেন বিচার হবে? 
এসো বন্ধু খেলা হবে। 
খেলা হবে, খেলা হবে। 

দুধেল হলে সব পাবে 
সংখ্যাগুরু লাথি খাবে।
এমন হিসেব কেন হবে? 
এসো বন্ধু খেলা হবে। 
খেলা হবে, খেলা হবে। 
শিল্প কেন পালিয়ে যাবে? 
বেকার স্রেফ ভাতা নেবে? 
ক্লাব কেন টাকা পাবে? 
এসো বন্ধু খেলা হবে। 
খেলা হবে, খেলা হবে। 

বছর বছর হবে এস এস সি, টেট 
বন্ধ হবে সিন্ডিকেট। 
দিদি যখন বিদায় নেবে 
এসো বন্ধু খেলা হবে। 
খেলা হবে, খেলা হবে। 

কাটমানি আর ঘুষের রীতি 
দল ভাঙানো তোমার নীতি 
এখন খুব কষ্ট লাগে? 
এসো বন্ধু খেলা হবে। 
খেলা হবে, খেলা হবে। 

লোকসভাতে প্রমাণ পেলে 
দিদির ছবি ছুঁড়ে ফেলে 
অর্জুন-নিশীথ জিতলো তবে
এসো বন্ধু খেলা হবে। 
খেলা হবে, খেলা হবে। 

বিরোধীদের মারবে যত 
দিদিমণি হারবে তত। 
বদল হবে, বদলাও হবে। 
এসো বন্ধু খেলা হবে।
খেলা হবে, খেলা হবে। 

দিদিমণি আসছে নাকো 
চোর তৃণমূল শুনে রাখো। 
এই বাংলা সোনার হবে। 
সোনার বাংলা গড়া হবে। 
গড়া হবে, গড়া হবে.....

বদল হবে, বদলাও হবে। 
এসো বন্ধু খেলা হবে।
খেলা হবে, খেলা হবে। 
~ কুমার চক্রবর্তী
Edit & Published by
~ SaroopC

কি হবে খেলার ফল তার অনুমান পেতে পড়ুন:
To know the result of Final (March’21) Opinion poll survey for 2021 West Bengal Assembly Election .
Plz click:

https://mamatimanushofwb.blogspot.com/2021/03/final-march21-opinion-poll-survey-for.html
 

Tuesday, February 2, 2021

সৎমা-রক্তমাটি-অমানুষের সরকার আবার জিতলে....


এই কিছুদিন আগেই সৎমা-রক্তমাটি-অমানুষের সরকার তৃতীয় বার জিতে ক্ষমতায় এসেছে। বৈশাখের এক সন্ধ্যায় এক মধ্যবিত্ত রামকৃষ্ণ বাবুর বাড়ির ঘটনা.... 

"শাঁখটা আস্তে বাজা মা, ওরা নাহলে রাগ করবে" কথাটা শেষ করে রামকৃষ্ণ বাবু একটা দীর্ঘশ্বাস ফেলেন। মেয়েটাও ভয়ে ভয়ে শাঁখটা রেখে দেয়। রামকৃষ্ণ বাবুরা এমনিতেই এখানে সংখ্যায় কম হয়ে গেছে শেষ কমাসে প্রচুর রোহিঙ্গা এই এলাকার স্থায়ী বাসিন্দা হওয়ার ফলে। তার উপর সৎমা-রক্তমাটি-অমানুষের তৃতীয় দফার সরকার বলে দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এসব ছোটখাটো বিষয় মেনে নিতে হবে। এইতো সেদিনই একদল এসে বলে গেলো সন্ধ্যাবেলা প্যাঁ প্যাঁ করে অত শাঁখ বাজানোর কী আছে? আর তাছাড়া দুবেলা মাইকে তো বাজানো হয় সর্বশ্রেষ্ঠ যুগ পুরুষের শ্রেষ্ঠত্ব। তারপর আবার এসব কেন? শাঁখ বাজাবেন না। গতবছর থেকে পাড়ায় আর সরস্বতী পুজোও হয় না। কী একটা দিবস পালন হয়। কালীপূজা সহ বাকি পুজোয় ঢাকও নিষিদ্ধ হয়েছে। তাদের নাকি খুব বিরক্ত লাগে ঢাকের শব্দ। এখান রামকৃষ্ণ বাবুর স্বজাতির ছেলেগুলো চালাকি করে দুটো করে মাটির প্রতিমা তৈরি করে। একটা বাইরে রাখা থাকে। ওরা এসে ভেঙে যায়। তারপর লুকিয়ে তৈরি করা মূর্তিটার পুজো হয়। এসব ব্যাপারে ক্ষমতায় থাকা সরকার বলে দিয়েছে এসব ছোট ঘটনা। পুলিশ পদক্ষেপ নেবে না। তাছাড়া অতো ধর্মান্ধ হলে চলে না।

ওদিকে টিউশন থেকে ফেরার পথে আজও রামকৃষ্ণ বাবুর ছোট মেয়েটার হাত ধরে টেনেছে দুষ্টু ছেলেরা। আব্দুলের বহুদিন ধরেই মেয়েটার দিকে নজর। রামকৃষ্ণ বাবু হার্ডকোর সেকুলার। ওনাকে আব্দুল বলে গেছে দ্যাখেন আপনার বিটিরে আমার চাই অন্তত দুবছরের জন্য। তারপর ফেরত করে দেবো নাহয়। আব্দুল শাসক দলের যুব সংগঠনের জেলা সভাপতি। আব্দুলের পায়ের কাছে পুলিশ বসে থাকে। স্বাভাবিকভাবেই পুলিশেকোন গৃহীত হবে না। বংশানুক্রমিক সর্বহারা পার্টির সদস্য কৌশিক একটু দূরে বসে ছিল। সব শুনে রামকৃষ্ণ বাবুর কৌশিকের বক্তব্য আরে সংখ্যালঘু মানুষ এইটুকু আবদার করতেই পারে। আপনি কিন্তু বেশি কঠোর হচ্ছে। 
যদিও এখন কৌশিক পাগলের মতো এর তার দরজায় ছুটে বেড়াচ্ছে। কারণ ওর বোনকে আব্দুলের ডানহাত সাজিদ গত পরশু দিন তুলে নিয়ে গেছে। পুলিশে অভিযোগ হয়েছে কিন্তু পুলিশের আব্দুলদের ডেরায় ঢোকার সাহস হয়নি। পুলিশ বলেছে দেখছি। 

শূন্য মনে টিভি চালিয়ে রামকৃষ্ণ বাবু দেখছেন সরকার নতুন পদ্ধতি তে চাকরির আয়োজন করেছে। 
সদ্য গ্র্যাজুয়েট হওয়া ছেলেটাকে ডেকে রামকৃষ্ণ বাবু ডিলেটস শুনতে বললেন। 
টিভিতে তখন রাজ্যের নতুন অঘোষিত সম্রাট তথা যুবরাজ বলছেন গরীব মানুষ চাকরি করে কী করবে? তাছাড়া ওই ফর্ম ফিলাম পরীক্ষা নেওয়া অনেক ঝামেলার ব্যাপার। ওসব না করে সরকার সিদ্ধান্ত নিয়েছে সরাসরি চাকরি নিলাম হবে। রেট শুরু ১৫ লাখ থেকে গ্রুপ ডি এর জন্য। পোস্ট হিসাবে দাম বাড়বে চাকরির। 
স্তব্ধ রামকৃষ্ণ বাবু রাগে টিভিটাই ভেঙে ফেলতে গেলেন। অশ্রুসজল নয়নে ছেলেটা রামকৃষ্ণ বাবুকে আটকে বললে রাগ কোরো না বাবা এরজন্য তুমিও দায়ী। ভোটের আগে বলেছিলাম এই সরকার চাকরি দেয় না। তাই একটা পরিবর্তন দরকার। তুমি বলেছিল এই সরকারই থাক। বিরোধী দল এলে রাজ্যেটা শ্মশান হয়ে যাবে। খুব খারাপ হবে। কিন্তু বাবা দেখো বিরোধী দল শাসিত গুজরাট, ইউপিতে আমার সব বন্ধুরা চাকরি করছে। ওরা আর এখানে ফিরবে না বলেছে। আর আমাদের এই রাজ্যের কী অবস্থা। রামকৃষ্ণ বাবুর ছেলের কথা শুনে তাঁর মা ছুটে এসে ছেলের মুখ টিপে ধরে বলে ওরে চুপ কর দোহাই তোর। কেউ এক্ষুনি শুনতে পেলে পাশের বাড়ির ইন্দ্রজিতের মতো তোরও জিভ কেটে নেবে ওরা। হ্যাঁ, এই নতুন সরকারের আমলে সরকারের সমালোচনা করলে,কিংবা জয় শ্রী রাম বললে তাঁর পরিণত এরকমই হয়। জিভটিকে বলি দিতে হয়। 
রামকৃষ্ণ বাবুর আর বলার কিচ্ছু নেই। উনি শুধু হাউহাউ করে কাঁদছেন। 
কাঁদার সময়ও ওনার চোখের সামনে জ্বলজ্বল করছে ১০ হাজার টাকা বিদ্যুৎ বিলের রসিদটা। কারণ এই রাজ্যে বিদ্যুতের ইউনিট এখন ২০ টাকা! 

অবসন্ন মনে রামকৃষ্ণ বাবু কেঁদেই চলেছেন। কেউ ওনার কান্না থামাতে যায়নি কারণ সবারই মন গুলো অর্ধমৃত হয়ে আছে। 
ছেলেটার মন শক্ত তাই আবার ও টিভি চালিয়েছে। টিভি চালাতেই শিরোনাম এই রাজ্যে প্রধানমন্ত্রী সহ বাকি সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ করা হলো। তার সাথেই রাজ্যের সমস্ত সীমানায় আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনের মূল দাবি ভারত রাষ্ট্রের হাত থেকে মুক্তি চাইছে এই রাজ্য। পুনরায় নতুন স্বাধীন রাষ্ট্র হবে রাজ্য। আন্দোলনের মুখ্যভাগে আছেন মিনি পাকিস্তানের জনক। 
এর সাথেই শুরু হয়েছে অবাঙালি খেদাও অভিজান। ধরে ধরে হিন্দিভাষী দের মারতে মারতে ঘর ছাড়া করা হচ্ছে। নির্বিচারে রেল স্টেশন গুলো জ্বলছে। ঠিক সিএএ আইন পাশের পর যেমন হয়েছিল। রামকৃষ্ণ বাবুর অবাঙালি মালিকের কারখানাটাও দাউদাউ করে জ্বলছে। তারা ঘোষণা করেছে এই রাজ্যে আর কোন ব্যবসা নয়। 
গোটা রাজ্যজুড়ে চরম উত্তেজনা। আন্দোলনকারী রা ভারতবর্ষের সমস্ত রাজ্যের সাথে সম্পর্ক ছেদের ডাক দিয়েছে। রাজ্য সরকার তাদের দাবী কে সমর্থন করেছে। পাশের দেশ সেনা দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করেছে। বাংলা আবার দেশ হওয়ার পথে..... 

এসব দেখে আর থাকতে না পেরে চিরকাল হিন্দুধর্মের প্রতি বিষোদগার করা রামকৃষ্ণ বাবু ঠাকুর ঘরে ঢুকে হাউহাউ করে কাঁদতে কাঁদতে বলছেন ঠাকুর রক্ষা করো। ঠাকুর তুমি ছাড়া কেউ নেই এখন আর। রক্ষা করো ঠাকুর এই সংকট থেকে। আমার পরিবারটা শেষ হয়ে যাবে ঠাকুর। রামকৃষ্ণ বাবু কেঁদেই চলেছেন আর মাথা ঠুকছেন। 

হঠাৎ উনি দেখলেন অপরূপ রূপে স্বয়ং নারায়ণ তাঁর সামনে হাজির। পরনে তাঁর গেরুয়া বস্ত্র। মুখে হাসি। পাশে মা লক্ষ্মী গেরুয়া শাড়ি পরে। তাঁরা রাম-সীতা রূপে রামকৃষ্ণ বাবুর সামনে হাজির। ওনাদের দেখে রামকৃষ্ণ বাবুর হাউহাউ করে কাঁদতে কাঁদতে করজোড়ে অনুরোধ করলেন প্রভু রক্ষা করুন। রক্ষা করুন এই চরম বিপদ থেকে। 
প্রভু উত্তর দিলেন তোমাকে রক্ষা করার ক্ষমতা তোমার নিজের হাতেই আছে। পথ আমি তোমাকে দেখিয়েছি। এবার সিদ্ধান্ত নেওয়া তোমার বিষয়। একথা বলেই প্রভু কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। এদিকে অসহ্য বুকে একটা ব্যাথা অনুভব করায় রামকৃষ্ণ বাবুর ঘুম ভেঙে গেলো। প্রচন্ড ঘেমে গেছেন উনি। ঘড়িতে তখন রাত ৩টে। 

হ্যাঁ, এতক্ষণ রামকৃষ্ণ বাবু স্বপ্ন দেখছিলেন। ওনার ঘুম ভেঙে গেছে। আগামীকাল ওনার এলাকায় ভোট। রামকৃষ্ণ বাবু ভেবে রেখেছিলেন ভোট দিয়ে তৃতীয় বার শাসক দলকে সরকারে আনবেন। কারণ বিরোধী দল নাকি বিপজ্জনক। কিন্তু এই যে ওনার ঘুমটা ভেঙে গেছে। উনি এখন জানেন তৃতীয় বার সরকারে ওই দলটা এলে কী কী হবে। এখন উনি জানেন ধর্মের গুরুত্ব ঠিক কতটা। উনি এখন জানেন দেশের মূল্য কী। সর্বোপরি উনি জানেন ভোটটা কোথায় দিতে হবে। 

রামকৃষ্ণ বাবু ইভিএমের সামনে যথাস্থানে বোতাম টিপতে টিপতে হঠাৎ যেন দেখছেন গেরুয়া বস্ত্রের সেই যুগপুরুষ পুরুষোত্তম তাঁর ভুবন ভোলানো হাসি মুখে ওনার দিকে আশীর্বাদ করার ভঙ্গিতে হাত তুলে দাঁড়িয়ে আছেন। রামকৃষ্ণ বাবু দেরি করেননি একটা প্রণাম করে বোতাম টিপে দিয়েছেন...... 

রামকৃষ্ণ বাবুর ঘুম তো ভেঙে গেছে। উনি সঠিক পদক্ষেপও নিয়েছেন। কিন্তু আপনি? আপনি কী ভাবছেন?

To know the result of Final (March’21) Opinion poll survey for 2021 West Bengal Assembly Election .
Plz click:

https://mamatimanushofwb.blogspot.com/2021/03/final-march21-opinion-poll-survey-for.html
 

Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Vande Mataram!! Saroop Chattopadhyay.

Friday, January 22, 2021

সমস্ত মুসলিম ভোট আর তৃণমূলের সঙ্গে নেই। মাননীয়া... #আপনি_হিন্দুদেরকেও_ঠকিয়েছেন #আপনি_মুসলিমদেরকেও_ঠকিয়েছেন


৩০% থাকবে তো⁉️

#সংখ্যাটা ৩০%❗এই একটা শতাংশই #ক্রমশ_অহংকারী করে তুলেছে কালীঘাটকে। বামফ্রন্টের বঞ্চনার জবাব দিতে যে #মুসলমান_সমাজ দোয়ায় ইয়াদ করেছিলেন #তৃণমূলকে, তাঁরা কি পেলেন⁉️ #পরিবর্তনের আগে তৎকালীন #বিরোধী_নেত্রী নিয়ম করে বলতেন "ক্ষমতায় এলে #দশ_হাজার মাদ্রাসা তৈরি হবে।", ক্ষমতায় আপনি গত #সাড়ে_নবছর মাননীয়া, তার পরেও আজ মাদ্রাসা শিক্ষকদের #কফন_আন্দোলন নামক #অনশন করতে হচ্ছে নিজেদের #হক আদায়ের জন্য, এক-দু’দিন নয় #নদিন_পেরিয়ে_গেলো‼️আপনি সব জানেন, তবুও কিচ্ছুটি করছেন না। কেন⁉️ #লকডাউন চলাকালীন নবান্নের সভাঘর থেকে #সরকারি সাংবাদিক সম্মেলনে অবলীলায় বলে দিলেন আপনি ৬০০০ #কবরস্থান করেছেন‼️ হিসেব কিন্তু মিলছে না মাননীয়া‼️ ২৯৪টি কেন্দ্রে ৬০০০ কবরখানা, তাহলে #কেন্দ্রপ্রতি কতগুলো❓২০.৪০ টি‼️ একটা বিধানসভার নাম বলুন যেখানে ২০টি কবরস্থান হয়েছে⁉️ আর আপনার এই #গাল_ভরা_মিথ্যার জন্য #ফিরহাদ_হাকিম, #সৌকত_মোল্লা, #রেজ্জাক_মোল্লা, #সিদ্দিকুল্লা_চৌধুরী  এদের মতো অযোগ্য-অসভ্য-ধান্দাবাজরা শুধুমাত্র #Minority_Sentiment কে ব্যবহার করে #মগের_মুলুক চালিয়ে যাচ্ছেন, আর #বঞ্চিত_হচ্ছেন_সমগ্র
#মুসলমান_সম্প্রদায়❗




মাননীয়া, আপনি পুরোনো মুসলিমদেরও ঠকিয়েছেন, দুরে ঠেলে রেখেছেন।

উদাহরণঃ মুর্শিদাবাদ আর মালদহ বাদে আর #কোন_জেলার_সভাপতি_মুসলিম বলতে পারেন⁉️

আর মালদহ বা মুর্শিদাবাদের জেলসভাপতিরাও তো #কংগ্রেস_থেকে_হায়ার_করা‼️

কৃতজ্ঞতা #খাইরুল_চৌধুরী

Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. Thanks & Jai Hind!! Saroop Chattopadhyay.

Tuesday, January 5, 2021

HUMAN FORM : WHAT IT IS ALL ABOUT ❓❓ (As per Hindu Philosophy)


We take BIRTH to take #pain & #suffering. Every body that is formed on earth, that is,every birth is meant to deal with 4 principles of material existence - birth, death, disease and old age. It is therefore confirmed that a soul when takes up a shape in the form of body is here to bear pain and suffering. Out of it, it is our duty to search for happiness in the little things we have or is given by the Lord. It remains our responsibility to create happy moments and to understand what is really important to us, what is our goal in life, why we r here, what should be our priority and what we should avoid.

WE, HUMANS are infected with 4 defects as said in the Bhagavad Gita 📙 by Sri Krishna ~
1) we r sure to commit mistakes
2) we are invariably illusioned,i.e, we r in grip of maya
3) we humans have the tendency to cheat others
4) we are limited by imperfect senses,i.e, our senses do not work properly in the right direction, it many a times misguides us

Hence to make our Human Life perfect, happier and much peaceful we must get rid of certain elements/habits/addictions/thinking to achieve happiness that is eternal, that is much satisfying and removes all disappointment regarding material life,its desires, its fulfilment.


To know how to make our life more satisfying, Bhagwan Sri Krishna has given us certain principles in the GITA pertaining to everyday life, which is very useful in today's world. Hence, study the Gita to attain a more peaceful meaningful life and to go back to Godhead, to the Spiritual Sky, GOLOKA VRINDAVAN and never to take birth in this world to suffer pain and injustice once again.

HARE KRISHNA 💙💚🙏🙏

Please see other posts in this blog page by clicking "Home" or from "My Favorite Posts" / "Popular Posts" / "Archives" sections, and if any remarks please feel free to post. 
 Thanks & Jai Hind!! Saroop Chattopadhyay.

Some recent posts

ভগবান রামচন্দ্র (রঘুবীর) ও ঠাকুর শ্রী রামকষ্ণ পরমহংস দেব, আর বর্তমানের সেক্যুলার (আসলে সিক কুলার) গণ।

শ্রীরামকৃষ্ণের কুলদেবতা ছিলেন ৺রঘুবীর। তিনি নিজে  দেবতার কবচ পরতেন, তাঁর পার্থিব শরীর পঞ্চভূতে লয় হওয়ার পরবর্তী সময়ে শ্রীমা সেই পবিত্র কব...