হিন্দুত্ব শব্দটাই একজন বাঙ্গালীর ব্রেনচাইল্ড‚ চন্দ্রনাথ বসুর। - সেটা বড় কথা নয়। জনসঙ্ঘ দলের (বিজেপির পূর্বসূরী ) প্রতিষ্ঠাতা ছিলেন একজন বাঙ্গালী‚ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। - সেটা বড় কথা নয়। শ্রী অরবিন্দ তাঁর উত্তরপাড়া ভাষনে বলেছিলেন যে "এখন আমি মানি সনাতন ধর্মই রাষ্ট্রবাদ"!
ঋষি অরবিন্দ বাঙ্গালী ছিলেন। -সেটা বড় কথা নয়। বন্দেমাতরম গানে ভারতমাতাকে দেবী দুর্গা রূপে কল্পনা করে হিন্দুরাষ্ট্রের বীজ বপন করেছিলেন একজন বাঙ্গালী‚ ঋষি বঙ্কিমচন্দ্র। -সেটাও বড় কথা না।
প্রয়াগে প্রথম বিশ্ব হিন্দু সম্মেলনের সভাপতি ছিলেন একজন বাঙ্গালী‚ রমাপ্রসাদ মুখোপাধ্যায়! -সেটাও বড় কথা নয়।
প্রথম যে ভারতীয়কে ব্রিটিশ পার্লামেন্টে হিন্দুত্ববাদী আন্দোলন সম্পর্কে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো হয়‚ তিনি একজন বাঙ্গালী। তপন ঘোষ। - না‚ এটাও বড় কথা নয়।
তাহলে বড় কথা কি রে হিন্দুবাঙালি ? ভাতাপ্রিয়, কর্মহীন, এদেশীয় ঘটী বা কাঁটাতার পেড়িয়ে আসা বাঙ্গাল হিন্দু হতভাগা? -
বড় কথা হলো এটাই যে হিন্দুত্ববাদ বাঙ্গালীর সংস্কৃতি নয়। এটা বাঙ্গালীর উপর উত্তর ভারতীয় সংস্কৃতির আধিপত্য। বাঙ্গালীর সাথে হিন্দুত্ববাদের কোনো সম্পর্ক নেই।
কালচারাল মার্কসবাদ ইন্টেলেক্ট নিয়ে বাঙালি শুধু স্কচ অন দা রকস হাতে রবীন্দ্রনাথ এর কবিতা আওরাবে...
আসলে ৩৪ বছরের বাম শাসন ও তার চেয়েও বেশি গত ১১ বছরের তৃণমোল্লাঃ শাসনে বাঙালির এরকমই "মগজ ধোলাই" হয়েছে, উদয়ন মাস্টার আর গুপি বাঘার অভাব খুব বেশি করে মনে পড়ছে।।
~ শুভজিৎ মুখার্জী ও স্বরূপ চট্টোপাধ্যায়।