গতকাল (21/03/2021) প্রকাশিত হল বিজেপির সোনার বাংলা সংকল্পপত্র, রাজ্যের প্রথম দফা নির্বাচন শুরুর এক সপ্তাহ আগে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপির সংকল্পপত্রের কতকগুলি মুখ্য বিষয়:
🟠 শিক্ষাক্ষেত্র
* প্রথম থেকে দশম পর্যন্ত বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক সব স্কুলে।
* বাংলায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্ন।
* আদিবাসী পড়ুয়াদের জন্য মডেল স্কুল তৈরি হবে।
* স্কুল পরিকাঠামো আধুনিকীকরণের জন্য বিদ্যাসাগরের নামে ২০ হাজার কোটির তহবিল।
*নোবেল পুরস্কারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পুরস্কার চালু হবে,
শান্তিনিকেতনকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা দিতে।
🟠স্বাস্থ্য
*আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যেক গরিবকে আনা হবে।
*জঙ্গলমহলের সহ রাজ্যে মোট ৩টি এইমস তৈরি হবে।
*স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের নামে ১০ হাজার কোটির তহবিল।
🟠 কর্মসংস্থান
* রাজ্য সরকারি চাকরির জন্য কমন এলিজিবল টেস্ট চালু হবে।
* এস এস সি, পি এস সি প্রতি বছর নিয়োগ হবে।
* প্রতি পরিবার পিছু একজনের কর্মসংস্থান।
* এমএসএমই-তে ১০ লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টার ছাড়াই ঋণ।
*স্টার্টআপের জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত লোন।
🟠 নারীন্নোয়ন
* সরকারি চাকরিতে মেয়েদের ৩৩% ছাড়।
* আঠারো বছর বয়স হলেই মেয়েদের অ্যাকাউন্টে ২ লক্ষ্য টাকা।
* কেজি থেকে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত নিঃশুল্ক শিক্ষা ব্যবস্থা।
* বিধবা ভাতা ১০০০ থেকে বাড়িয়ে ৩০০০ করা হবে।
* সরকারি বাসে যাতায়াত নিঃশুল্ক।
* রাজ্য পুলিশে ৯ টি ব্যাটেলিয়ন এবং ৩ টি সশস্ত্র ব্যাটেলিয়ন গঠন।
* মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য ৫ হাজার কোটি বরাদ্দ করা হবে।
🟠 পর্যটন
* রাজ্যে পৃথক সাতটি পর্যটন সার্কিট তৈরী হবে।
* গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে ২৫০০ কোটি টাকার তহবিল।
🟠 নগরোন্নয়ন
* শহর পরিকাঠামো উন্নয়নে ৩০ হাজার কোটি বরাদ্দ।
* কলকাতার উন্নয়নে 22 হাজার কোটির তহবিল।
🟠 কৃষক উন্নয়ন
* প্রধানমন্ত্রী কৃষি সন্মান নিধির আওতায় সব কৃষকদের এককালীন ১৮ হাজার টাকা দেওয়া হবে।
* রাজ্যের সব কৃষকদের বার্ষিক ১০ হাজার টাকা দেওয়া হবে।
* ভাগ চাষীদের বার্ষিক ৪ হাজার টাকা দেওয়া হবে।
🟠মৎস্যজীবী উন্নয়ন
*মৎস্যজীবীদের বছরে ৬ হাজার টাকা অনুদান।
*মৎস্যজীবীদের জন্য ৩ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা। মৎস্যজীবীদের সব নৌকা যন্ত্রচালিত করা হবে।
🟠এছাড়াও
* প্রতি বাড়িতে ২০০ ইউনিট পর্যন্ত নিঃশুল্ক বিদ্যুৎ পরিষেবা
* মন্ত্রিসভার প্রথম বৈঠকে শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং পরিবারকে বছরে ১০ হাজার টাকা দেওয়া হবে।
* উত্তর বঙ্গ উন্নয়ন পরিষদ
* চা বাগানের শ্রমিকদের নুন্যতম বেতন দৈনিক ৩৫০ টাকা করা হবে।
* বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর ছাড়াও আরো তিনটি বিমানবন্দর গড়ে তোলা হবে।
* বন্যা নিয়ন্ত্রণে ফ্লাড কন্ট্রোল ৫০০ কোটির তহবিল
🟠 ক্ষমতায় এসেই সপ্তম পে কমিশন লাগু করা হবে।
🟠 বিশেষ ভাবে বাংলাকে দেশের সাংস্কৃতিক রাজধানী করে তুলতে ১১ হাজার কোটির তহবিল। যে কোন মিডিয়ামের পড়ুয়া হোক না কেন, বাংলার প্রত্যেক পড়ুয়াকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক ভাবে বাংলা ভাষা পড়তে হবে❤️
🟠 নারী সুরক্ষায় রাজ্য পুলিশে বিশেষ দল।
🟠 রাজনৈতিক হিংসা মুক্ত বাংলা তৈরী করা হবে।
সোনার বাংলা গড়ার উদ্দেশ্যে বিজেপি দায়বদ্ধ।
To know the result of Final (March’21) Opinion poll survey for 2021 West Bengal Assembly Election .
Plz click:
https://mamatimanushofwb.blogspot.com/2021/03/final-march21-opinion-poll-survey-for.html
Saroop Chattopadhyay.
No comments:
Post a Comment