Friday, May 17, 2019

Real state of India. দেশের (ভারতবর্ষের) আসল অবস্থা, যা পেড মিডিয়া আড়াল করে রেখেছে

১. জেট এয়ারওয়েজ বন্ধ

২. এয়ার ইন্ডিয়ার ব্যবসায় সাংঘাতিক ক্ষতি

৩. ৫৪,০০ বিএসএনএল কর্মীরা কাজ হারানোর ভয়ে ভীত

৪. মাইনে দেওয়ার পয়সা নেই হ্যালের

৫. দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে ডাক দপ্তরে
 
৬. ভিডিওকনের ব্যবসা উঠে গেছে

৭. টাটা ডোকোমো উঠে গেছে

৮. এয়ারসেল উঠে গেছে

৯. জেপি গ্রূপ উঠে গেছে

১০, ওএনজিসি অবস্থ্যা এই প্রথম প্রচন্ড খারাপ

১১. দেশের ৩৬ জন যারা সব থেকে বেশী ব্যাঙ্ক ঋণ নিয়েছিল, দেশ থেকে উধাও


১২. ৩৫০ লক্ষ কোটি টাকার ঋণ মুকুব
 
১৩. পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক সঙ্কটের মুখে
 
১৪. অন্যান্য ব্যাঙ্করাও বিপুল ক্ষতিগ্রস্ত
 
১৫. দেশের ওপর ঋণের বোঝা ১৩১১০ কোটি ডলারের
 
১৬. ভারতীয় রেলের বেসরকারীকরণ
 
১৭. দেশের সকল হেরিটেজ বিল্ডিং এমনকি লাল কেল্লাও ভাড়া দেওয়া হয়
 
১৮. নোট বাতিলের পর কোটি কোটি মানুষ বেকার হয়েছে
 
১৯. ৪৫ বছরের মধ্যে বেকারত্বের হার সবথেকে বেশী
 
২০. আগের সরকারের তুলনায় এই সরকারের আমলে তিনগুণ বেশী সেনা শহীদ হয়েছেন
 
২১. দেশের পাঁচটি বিমানবন্দর আদানীকে বিক্রী করা হয়েছে  
         
ওনাকে চেনা থেকে শুরু করে ওনার কাজকে চেনা পর্যন্ত সব বিষয়েই আমরা আপনাদের সচেতন করলাম    
  
দ্রষ্টব্যঃ ভ্রষ্ট সংবাদমাধ্যম কিছুই আপনাদের জানতে দেয়না-কিন্তু, এগুলো সাধারণ মানুষকে জানানো আপনার কর্তব্য
জয় ভারত।

2 comments:

  1. I do not even understand how I finished up here, however I assumed this
    put up was once good. I do not recognise who you are but certainly you are going to a well-known blogger in the
    event you aren't already. Cheers!

    ReplyDelete
  2. If you wish for to increase your knowledge
    only keep visiting this site and be updated with the newest news posted here.

    ReplyDelete

Some recent posts

ভগবান রামচন্দ্র (রঘুবীর) ও ঠাকুর শ্রী রামকষ্ণ পরমহংস দেব, আর বর্তমানের সেক্যুলার (আসলে সিক কুলার) গণ।

শ্রীরামকৃষ্ণের কুলদেবতা ছিলেন ৺রঘুবীর। তিনি নিজে  দেবতার কবচ পরতেন, তাঁর পার্থিব শরীর পঞ্চভূতে লয় হওয়ার পরবর্তী সময়ে শ্রীমা সেই পবিত্র কব...