কখনো কি ভেবে দেখেছেন যে, অপারেশন এর রুমকে 'অপারেশন থিয়েটার' বলা হয় কেনো?
আসলে আগেকার যুগের অপারেশন রুমগুলো রীতিমতো থিয়েটারের মতো করেই বানানো হতো! বড় একটা গ্যালারি থাকত রুমের চারপাশ ঘিরে যেখানে দর্শকরাও থাকতো!
এটি একটি ঐতিহাসিক ছবি যেটা ১৯৪৫ সালে তোলা হয়েছে। ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে নিচে একটি অপারেশন হচ্ছে, আর ওপরে ব্যলকনিতে ছাত্র ও নার্স পর্যবেক্ষণ করছে (থিয়েটারে সিনেমা দেখার মত)। এই জন্যেই অপারেশন রুমকে আমরা এখনও অপারেশন থিয়েটার বলি।
সংগৃহীত
No comments:
Post a Comment