"মানুষের তন্দুরী"
~ স্বরূপ চট্টোপাধ্যায়
‘মানুষের তন্দুরী’? সেও কি আবার হয়?
হয় বন্ধু, শাসকের ইচ্ছেতে এখন সব হয়।
এমা, এতদিন তো আমরা জানতাম;
শাসকের পছন্দ রক্ত, গলায় দড়ি..
মানুষের কঙ্কাল বা রক্তমাখা ভাত..
সেসব ইচ্ছায় কি এখন পড়ল আঁড়ি?
বন্ধু হীরক রানীর দেশে সেসব অতীত,
কারণ রানী ও পারিষদদের লোভ যে আশাতীত।
আচ্ছা বক সম্মদ্ধে কি জানো বল তো?সাদা বক দীঘির পাড়ে, দীঘির জল টইটই;
আরে সে তো লেখক কবি আর সাধারণের জগৎ,
শাসকের জন্যে মানুষের তন্দুরীর ঠিকানা যে "বগ-টুই"॥
বালিতে এখন টাকা, গরুতে এখন টাকা..
ঠাকুর বলেছিলেন "টাকা মাটি, মাটি টাকা"
রানীর দেশে শুধু মাটি নয় গো বালিও টাকা,
আর সেই জন্যে মানুষের মূল্য ফাঁকা..
কখনো সে হয় দুধেল গাই কখনও তন্দুরী॥
"মানুষের তন্দুরি" কবি স্বরূপ চট্টোপাধ্যায়। "Human Tandoori" a Bengali Poem by Saroop Chattopadhyay.
YouTube:
Live- কবিতা "মানুষের তন্দুরি"
কবি- স্বরূপ চট্টোপাধ্যায়
No comments:
Post a Comment